অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ে যাত্রা শুরু ইয়ং টাইগ্রেসদের

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৪, ২০২৩, ১০:৫২ পিএম

অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ে যাত্রা শুরু ইয়ং টাইগ্রেসদের

প্রতিপক্ষ হিসেবে শক্তিশালী অস্ট্রেলিয়াকে পেয়েও ভয় পায়নি বাংলাদেশ ক্রিকেট অনূর্ধ্ব-১৯ নারী দল। ৭ উইকেটে অসিদের হারিয়ে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শুরু করলো দিশা বিশ্বাসের দল। এর আগে ইয়ং টাইগ্রেসদের আঁটসাঁট বোলিংয়ে অস্ট্রেলিয়ার ইনিংস থেমেছিল ৫ উইকেট হারিয়ে ১৩০ রানে। 

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ। শনিবার (১৪ জানুয়ারি) টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বেনোনিতে অবস্থিত উইলোমুর পার্কে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে দিলো বাংলাদেশ নারী দল।

সহজ টার্গেট নিয়ে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। প্রথম বলেই অজি বোলার মেকেন্নার বলে ‘গোল্ডেন ডাক’ হয়ে ফেরেন মিষ্টি সাহা।  তবে বাকিটা সময় দাপুটে ক্রিকেটে ১২ বল বাকি থাকতেই অনায়াস জয় তুলে নেয় ইয়ং টাইগ্রেসরা। আফিয়া ও দিলারা জুটি দলকে এগিয়ে নেন। এইনসওয়ার্থের বলে অ্যালেনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে ৪২ বলে ৪০ রান করেন দিলারা। এরপর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি আফিয়া প্রত্যাশাও। ২২ বলে ২৪ রান করে এইনসওয়ার্থের দ্বিতীয় শিকার হন এই ব্যাটার। এরপর স্বর্ণা আর সুমাইয়ার অবিচ্ছিন্ন জুটিতে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। 

এর আগে টস হেরে ফিল্ডিংয়ে নেমে শুরুটা দারুণ করেছিল ইয়াং টাইগ্রেসরা। টাইগ্রেস অধিনায়ক দিশা বিশ্বাসের জোড়া আঘাতে কিছুটা চাপে ছিল অজি মেয়েরা। ইনিংসের দ্বিতীয় ওভারেই দিশার বলে স্বর্ণার হাতে ক্যাচ দিয়ে ৬ বলে ৫ রান করে সাজঘরে ফেরেন কেট পেল্লে। ব্যক্তিগত প্রথম ওভারে সাফল্যের পর ফের বল হাতে নিয়ে ৬ বলে ৭ রান করা প্যারিস বোড্লারকে ফেরান দিশা। 

তবে শুরুর ধাক্কা সামলে ক্লেয়ার মুর ও এলা হেওয়ার্ডের ব্যাটে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়ার কিশোরীরা। মুর ৫১ বলে ৫২ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন। তাকে সঙ্গ দেয়া হেওয়ার্ড ৩৯ বলে ৩৫ রান করেছেন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ১৩০ রান। জোড়া উইকেটের দেখা পেয়েছেন দিশা ও মারুফা। একটি উইকেট পেয়েছেন রাবেয়া।

চারটি গ্রুপের মধ্যে বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। গ্রুপপর্বে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্র। ১৬ জানুয়ারি শ্রীলঙ্কা এবং ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে ইয়াং টাইগ্রেসরা। ম্যাচগুলো হবে পচেফস্ট্রুম ও বেনোনির চারটি ভেন্যুতে। এ দুটি শহরে ২০২০ সালে আয়োজিত হওয়া ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দল:

দিশা বিশ্বাস (অধিনায়ক), স্বর্ণা আক্তার (সহ-অধিনায়ক), রাবেয়া খান, মারুফা আক্তার, দিলারা আক্তার, মিষ্টি রানী, রিয়া আক্তার, সুমাইয়া আক্তার, আফিয়া হুমাইরা, উন্নতি আক্তার, দীপা খাতুন, লেকি চাকমা, আশরাফি ইয়াসমিন, জান্নাতুল মাওয়া, মোছাম্মৎ ইভা।

স্ট্যান্ডবাই: সুবর্ণা কর্মকার, নিশিতা আক্তার, রাবেয়া খাতুন, জুয়াইরিয়া ফেরদৌস।

Link copied!