আইপিএলে উপেক্ষিত মুশফিক!

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২১, ২০২১, ০৪:৫১ পিএম

আইপিএলে উপেক্ষিত মুশফিক!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর মরশুম থেকে প্রায় প্রতিটি আসরের নিলামের জন্য নিজের নাম নিবন্ধন করেছিলেন বাংলাদেশের ক্রিকেট তারকা মুশফিকুর রহিম। তবে একবারের জন্যও এ উইকেটকিপার ও ব্যাটসম্যান-কে দলে ভেড়াতে আগ্রহ দেখায়নি কোন ফ্র্যাঞ্চাইজি। ফলে প্রতিবারই নিলামে অবিক্রিত থেকে যান আন্তর্জাতিক ক্রিকেটের বিপুল অভিজ্ঞতা থাকা বাংলাদেশ দলের এ সাবেক অধিনায়ক।

হতাশা ও অভিমান থেকেই এবার আইপিএল নিলাম থেকে নিজেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন মুশফিক। প্রাথমিকভাবে নিলামের জন্য নিজের নাম নথিভুক্ত করাননি তিনি। তবে ব্রিটিশ পেসার মার্ক উড শেষ মুহূর্তে আইপিএল নিলাম থেকে নিজের নাম তুলে নেওয়ায় মুশফিকুর সিদ্ধান্ত বদলে নিলামে নাম দেন। ১ কোটি রুপির ভিত্তিমূল্যে তিনি নাম নথিভুক্ত করেন।

তবে এবারও যেন সেই উপেক্ষার চিত্রটা বদলায়নি। এই নিয়ে টানা ১৪ বার আইপিএল নিলামে অবিক্রিত থেকে গেলেন মুশফিক। তবে এরইমধ্যে বাংলাদেশের অপর দুই তারকা মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান আইপিএলের দুটি দলে জায়গা করে নিয়েছেন। 

মুস্তাফিজ ১ কোটি টাকায় যোগ দেন রাজস্থান রয়্যালসে। সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। মুশফিকুরকে নিয়ে এবার বাংলাদেশের মোট ৬ জন ক্রিকেটার আইপিএল নিলামে নাম দিয়েছিলেন।

উল্লেখ্য, মুশফিকুর রহিম বাংলাদেশের হয়ে ৭১টি টেস্ট, ২২১টি ওয়ান ডে ও ৮৬টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। ঘরোয়া ক্রিকেট মিলিয়ে ২০২টি টি-টুয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে মুশফিকুরের। সংক্ষিপ্ত ফরম্যাটে ২৮.৯৭ গড়ে ৪ হাজার ২৮৮ রান করেছেন তিনি। হাফ-সেঞ্চুরি করেছেন ২৫টি। এছাড়া টি-টুয়েস্টি ক্রিকেটে উইকেটকিপার হিসেবে ১০৬টি ক্যাচ ধরেছেন মুশফিকুর। স্টাম্প আউট করেছেন ৪৭টি।

Link copied!