এবাদত ঝলকে চালকের আসনে বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৪, ২০২২, ১১:৪৬ এএম

এবাদত ঝলকে চালকের আসনে বাংলাদেশ

একভাবে বলা যায় ভাগ্য সুপ্রসন্ত থাকলে আগামীকাল মাউন্ট মঙ্গানুইয়ে জিতেও যেতে পারে বাংলাদেশ। বে ওভালের এই টেস্টে টানা তিন দিন রাজত্ব করেছেন টাইগাররা। চতুর্থ দিন শেষে নিউজিল্যান্ডের স্কোর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৪৭ রান। লিড এসেছে ১৭ রানের। বাংলাদেশ প্রথম ইনিংসে ১৩০ রানের লিড পেয়েছিল। 

বর্তমানে উইকেটে রস টেলর ৩৭ ও রাচিন রবিন্দ্র ৬ রানে অপরাজিত আছেন। পিচের যা পরিস্থিতি এতে করে বাংলাদেশ চাইবে দ্রুত এই ৫ উইকেট তুলে নিতে। আর সেক্ষেত্রে নিউজিল্যান্ডের সে স্কোর টার্গেট হবে সেটা বাংলাদেশের জন্য সহজ হতে পারে। 

আর বাংলাদেশকে এই অবস্থানে নিয়ে এসেছেন ডান হাতি পেসার এবাদত হোসেন। যিনি ৩৯ রানে ৪ উইকেট নিয়েছেন। মূলত বাংলাদেশকে জয়ের সুবাস পাইয়ে দিয়েছেন তিনি। 

বাংলাদেশ আজ প্রথম ইনিংসে ৪৫৮ রানে অলআউট হয়। ১৩০ রানের লিড চলে আসে। নিউজিল্যান্ড যেখানে প্রথম ইনিংসে তুলেছিল ৩২৮ রান। নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রয়েসয়ে খেলার চেষ্টা করে। তবে তাসকিন ও এবাদত দারুণ বল করেন। যদিও কয়েকটি রিভিউ ভুল নেওয়া হয়েছে। আর এতে করে চাপে পরেছিলেন বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক। 

তবে এবাদত পরে শোধ করে দেন। লাথামকে প্রথমেই বোল্ড করেন তাসকিন। কিউই অধিনায়ক ১৪ রানে ফেরেন প্লেড অন হয়ে। আগের ইনিংসের সেঞ্চুরিয়ান ডেভন কনওয়েকে ১৩ রানে আউট করে এবাদত। রস টেলর ও ইয়ং হাল ধরেন ইনিংসের। ইয়ং এবাদতের বলে যখন বোল্ড হন তখন তার ৬৯ রান। আর দলীয় স্কোর ১৩৬। এরপর হেনরি নিকলস ও টম ব্ল্যান্ডেলকে দাঁড়াতেই দেননি এবাদত। কোনো রান না করেই ফেরেন এই দুজন। এবাদত ৩৯ রানে ৪ উইকেট নিয়েছেন। এখন রস টেলর ও রাচিন উইকেটে আছেন। আর হাতে তাদের ৫ উইকেট। পিচের গতিবিধি বলছে বাংলাদেশ এখন চালকের আসনে। 

এর আগে বাংলাদেশ মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম ইনিংসে ৪৫৮ রান করে অলআউট হয়। প্রথম ইনিংসে ১৩০ রানের লিড নিয়ে ফেলে সফরকারী দলটি। নিউজিল্যান্ড বে ওভালে চতুর্থ দিনের লাঞ্চের আগে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। 

এর আগে তৃতীয় দিন শেষে গতকাল ৬ উইকেটে ৪০১ রানে ছিল। মিরাজ ৮৮ বলে ৪৭ রানে আউট হয়েছেন। আর ইয়াসির আলি ২৬ রানেই ফিরেছেন। বোল্ট ৪টি, ওয়াগনার ৩টি ও টিম সাউদি ২টি উইকেট পেয়েছেন। 

Link copied!