ঐতিহাসিক জয়ের আরো কাছাকাছি বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ের নিউজিল্যান্ড ৪০ রানের টার্গেট দিতে পেরেছে। প্রথম টেস্টের পঞ্চম দিনের খেলা আজ। ৫৫ মিনিটেই নিউজিল্যান্ডের সর্বশেষ ৫ উইকেট তুলে নেয় বাংলাদেশ। নিউজিল্যান্ড মাত্র ৩৯ রানের লিড পায়। আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ীদের হারানোর সুযোগ পেয়ে যায় টাইগাররা।
নিউজিল্যান্ডের মাটিতে তো বটেই। এই প্রথম তাদের বিপক্ষে টেস্ট জিততে যাচ্ছে বাংলাদেশ দল। গত ১১ বছরে দক্ষিণ এশিয়ার কোনো দেশ নিউজিল্যান্ডে জেতেনি। তামিম, মাহমুদউল্লাহ ও সাকিবকে ছাড়াই মিশন সফল করতে চলেছেন টাইগাররা।
গতকাল ছিল চতুর্থ দিনের খেলা। নিউজিল্যান্ড ৫ উইকেটে ১৪৭ রানে দিন শেষ করে। টেলর ৩৭ ও রবিন্দ্র ৬ রানে খেলছিলেন। রস টেলরকে ৪০ রানে বোল্ড করেন এবাদত। আর প্রথমবারের মত টেস্টে ৫ উইকেট শিকারের কৃতিত্ব দেখান। বাংলাদেশের কোনো পেসার ৯ বছর পেল ৫ উইকেট শিকারের স্বাদ। এরপর জেমিসনকেও আউট করেন তিনি। ৪৬ রানে নেন তিনি ৬ উইকেট।
তাসকিন রাচিন রবিন্দ্র (১৬) ও সাউদিকে আউট করেন। এই ইনিংসে ৩৬ রানে ৩ উইকেট তার।
এই টেস্টের প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ৩২৮ রান করেছিল। জবাবে বাংলাদেশ ৪৫৮ রান তোলে। ১৩০ রানের লিড প্রথম ইনিংসে। আর নিউজিল্যান্ড এই দ্বিতীয় ইনিংসে আজ ১৬৯ রানে অলআউট হয়।