এবার সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ফেব্রুয়ারি ২৫, ২০২২, ০৫:৪৪ এএম

এবার সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ

প্রথম ম্যাচে বীরত্বপূর্ণ জয়ের পর শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে  হারিয়েই  আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করতে চায় বাংলাদেশ। 

বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গোর দৃস্টিতে এখনো  উন্নতির বেশ কিছু জায়গা আছে। কারণ প্রথম ম্যাচে টাইগারদের টপ অর্ডার ব্যর্থ হয়েছিলো এবং প্রত্যাশানুযায়ী বোলিং ভালো হয়নি। ডোমিঙ্গো বলেন, ‘আগামীকাল আমাদের  আরও ভালো ক্রিকেট খেলতে হবে। গতকাল আমরা ১৩টি ওয়াইড বল করেছি। আমরা একটা ক্যাচ ফেলেছি। আমাদের স্কোর ৬ উইকেটে ৪৫ রানে ছিলো। গতকালের পারফরমেন্সের পর প্রতিটি বিভাগে আমাদেও আরও উন্নতি দরকার। আমাদের একটি দুর্দান্ত জুটি ছিল (যা আমাদের জয় নিশ্চিত করে)।’

শুক্রবারের ম্যাচে জিততে পারলে ইংল্যান্ডকে টপকে আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে চলে যাবে বাংলাদেশ। বর্তমানে ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট রয়েছে ইংল্যান্ডের। ১৩ ম্যাচে ৯০ পয়েন্ট রয়েছে বাংলাদেশের। ১২ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে ভারত। 

সিরিজ জয় বাংলাদেশকে আইসিসি র‌্যাংকিংয়ে উন্নতি করতেও সাহায্য করবে। বর্তমানে পাকিস্তানের ঠিক পেছনে সপ্তম স্থানে  আছে টাইগাররা। আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করতে পারলে টপকে যাবে পাকিস্তানকে।

অন্য দিকে সুপার লিগে কাল প্রথম হারের তিক্ত স্বাদ পেয়েছে আফগানিস্তান। এর আগে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে টানা ছয় ম্যাচ জিতে আফগানরা।

Link copied!