এপ্রিল ১৫, ২০২৩, ০১:৩৮ পিএম
আইপিএলে এক ওভারে ৫ ছক্কা হাকিয়ে দলকে জিতিয়ে প্রশংসায় ভাসছেন কেকেআরের ব্যাটার রিঙ্কু সিং। তবে তিনি ‘এক ওভারে ছয় ছক্কা হাঁকানোর ক্ষমতা রাখেন না’, কেকেআর ব্যাটারকে নিয়ে এই প্রশ্ন তুললেন বীরেন্দ্রর শেহবাগ। তিনি বলেছেন, আগামী দিনে এক ওভারে ছয় ছক্কা মারার ক্ষমতা নেই রিঙ্কুর। ভারতের প্রাক্তন ওপেনার হঠাৎ এমন দাবি করে আলোচনায় ঘি ঢাললেন।
আমদাবাদে পাঁচ ছক্কা মেরে ম্যাচ জিতিয়েছিলেন রিঙ্কু সিং। কলকাতা নাইট রাইডার্সের ব্যাটারের দাপটে হেরে যায় গুজরাট টাইটান্স। কিন্তু আগামী দিনে এক ওভারে ছয় ছক্কা মারার ক্ষমতা নেই রিঙ্কুর। ভারতের প্রাক্তন ওপেনার শেহবাগ হঠাৎ এমন দাবি করলেন কেন? অনেককে ভাবনায় ফেলেছে তাঁর ওই মন্তব্য।
ক্রিকেট ক্যারিয়ারে ভারতীয় ওপেনার শেহবাগকে বিধ্বংসী মেজাজে দেখা যেত। তিনি ক্রিজে থাকলে দ্রুত রান উঠত ভারতের স্কোরবোর্ডে। টেস্টে ক্রিকেটে তাঁর ব্যাট চললে এক দিনেই উঠে যেত ৩০০ রান। সেই শেহবাগের মতে, রিঙ্কু ছয় ছক্কা মারতে পারবেন না। শুক্রবার রিঙ্কু ক্রিজে থাকায় আশা রেখেছিলেন কলকাতার সমর্থকরা। শেহবাগ বলেন, একটা বিশ্বাস রয়েছে যে, রিঙ্কু ক্রিজে থাকলে কলকাতার আশা রয়েছে। যে সময় ধোনি ম্যাচ শেষ করত, সেই সময় একটা বিশ্বাস ছিল যে, ধোনি ক্রিজে থাকা মানে আশা রয়েছে ম্যাচ জেতার। ৯০-এর দশকে যেমন শচিন টেন্ডুলকারকে নিয়ে এই বিশ্বাস ছিল। একই জিনিস এখন কেকেআরে রিঙ্কুকে নিয়ে হয়েছে। এর আগে এমনটা হতো আন্দ্রে রাসেলকে নিয়ে।
রিঙ্কু যে পাঁচ ছক্কা মেরে ম্যাচ জিতিয়েছিলেন, সেটা এক বারই সম্ভব। দ্বিতীয়বার নয়। মনে করছেন শেহবাগ। ভারতের প্রাক্তন ওপেনার বলেন, ‘ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা আগে ঘটেনি। রিঙ্কুও আগামী দিনে এটা আর করতে পারবে না। এই রেকর্ড হয়তো এক দিন ভেঙে যাবে। কিন্তু রিঙ্কু কোনও দিন এক ওভারে ছয় ছক্কা মেরে নিজের রেকর্ড ভাঙতে পারবে না। এমন ইনিংস খেলার জন্য ভাগ্য লাগে। ওই ওভারটা যদি আলজারি জোসেফ করতো, তা হলে রিঙ্কুও হয়তো জানে যে, ও জেতাতে পারতো না। নেটে যশ দয়ালকে অনেক বার খেলেছে রিঙ্কু। তাই ও পরিকল্পনা করে নিতে পেরেছিল।’ মনে করেন শেহবাগ।
টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজার