সাংবাদিকদের উপর চটেছেন ক্রিকেটার সাইফউদ্দিন

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৮, ২০২২, ০৮:০৫ পিএম

সাংবাদিকদের উপর চটেছেন ক্রিকেটার সাইফউদ্দিন

কোচদের নিয়ে বেফাঁস মন্তব্য করে অনুতপ্ত জাতীয় দলের অলরাউন্ডার সাইফউদ্দিন। আর এই অনুতপ্ততা প্রকাশ করতে গিয়ে এবার সাংবাদিকদের বিদ্ধ করলেন তিনি।

সাইফউদ্দিন বলেন, ‘একটা জিনিস আপনাদের কাছে অনুরোধ থাকবে, আজকে ক্রিকেট বোর্ড, আমরা ক্রিকেটাররা যদি না থাকি তাহলে আপনাদের কোন অস্তিত্ব পাওয়া যাবে না। আমরা যদি দেশের বাইরে ট্যুর না করে, বিশ্বকাপের মতো বড় মঞ্চে অংশগ্রহণ না করি, আপনারাও দেশের হয়ে ওখানে প্রতিনিধিত্ব করতে পারবেন না। আমাদের সতর্ক থাকতে হবে, আর আপনাদের পেশাদারিত্ব বাড়াতে হবে।’

চোটের কারণে বাইরে থাকায় জাতীয় দলের কোচরা তার কোন খোঁজখবর রাখেননি, গণমাধ্যমে এমন মন্তব্য করায় মঙ্গলবার (৮ মার্চ) তাকে তলব করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। সেখানে তার কাছে ব্যাখা চাওয়া হয় এমন বক্তব্যের জন্য। ব্যাখা করতে গিয়ে সাইফউদ্দিন, তার ভুল বুঝতে পেরে বিসিবির কাছে ক্ষমা চেয়েছেন। 

এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের অবস্থান ব্যাখা করতে গিয়ে সাংবাদিকদের দিকেই তীর ছুঁড়েন। জানান, তার বক্তব্যের ভুল ব্যাখা করা হয়েছে, সাংবাদিকরা তিলকে তাল বানান।  ‘কঠোরতো আপনারা করতেছেন, আপনারা তিলকে তাল বানান। ছোট একটা জিনিষে বড় ফাঁক তৈরি করে ফেলেন।’

‘আমি আসলে উনাদের (কোচদের) বিরুদ্ধে বলিনি। আপনারা যারা সাংবাদিক আছে তারা বক্তব্যের অপব্যবহার করেছেন। আমি হয়তো বুঝাতে চেয়েছি অন্যভাবে। আমারও কিছু কথা আমি বুঝিয়ে বলতে পারিনি, এটা আমারই ভুল। এগুলো নিয়েই কথা হয়েছে, কেন এগুলো বললাম, আমিতো বিসিবির টাচে ছিলাম, রিহ্যাবে ছিলাম’-আরও যোগ করেন এই অলরাউন্ডার। 

এদিকে সাংবাদিকদের কটাক্ষ করায় তার কাছে বিষয়টি জানতে চাইবে বিসিবি। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

Link copied!