মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টসে জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। পাকিস্তান তাদের পেসার শাহেনশা আফ্রিদিকে বিশ্রামে দিয়েছে। এদিকে নাসুম আহমেদকে বাদ দিয়ে বাংলাদেশ একাদশে নিয়েছে লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে।
গ্যালারিতে মানুষ এসেছে। ২ বছর পর আবার মিরপুরে দেখা গেল বাংলাদেশ সমর্থকদের উচ্ছ্বাস। আর দুরন্ত ম্যাচের অপেক্ষা এখন। পাকিস্তান এই বাংলাদেশ সফরে ৩টি টি-টোয়েন্টি ও ২টি টেস্ট খেলবে।
বাংলাদেশ একাদশ : মাহমুদউল্লাহ (অধিনায়ক), নাইম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, আফিফ, সোহান (উইকেটরক্ষক), শরিফুল ইসলাম, শেখ মাহেদী হাসান, আমিনুল ইসলাম, তাসকিন, মোস্তাফিজ।
পাকিস্তান একাদশ : বাবর (অধিনায়ক), রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, হায়দার আলি, শোয়েব মালিক, খুশদিল শাহ, নেওয়াজ, শাদাব খান, হাসান আলি, হারিস রৌউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।