তাইজুলের আঘাতে চাপে শ্রীলংকা

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৯, ২০২২, ১২:০২ পিএম

তাইজুলের আঘাতে চাপে শ্রীলংকা

শ্রীলংকা স্বস্তিতে নেই। চা বিরতিতে তারা যায় ৬ উইকেটে ২০৫ রান নিয়ে। ম্যাচ বাঁচানোর লড়াই। এই রিপোর্ট লেখার সময় শ্রীলংকা আবার ব্যাট করতে নেমেছে। ২১২ রান তুলেছে তারা। ১৪৪ রানের লিড। দিনের আর ৩০.৫ ওভার বাকি রয়েছে।  চান্দিমাল ২০ ও ডিকওয়েলা ৩৩ রানে খেলছিলেন। 

করুনারত্নে ৫২ ও ৩৩ রানে আউট ধনঞ্জয়। 

এর আগে বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের আক্রমণে দিশেহারা শ্রীলংকা। আজ লাঞ্চের আগে লঙ্কানদের ২টি উইকেট তুলে নিয়েছেন তিনি। শ্রীলংকা প্রথম টেস্টের পঞ্চম দিনে লাঞ্চে যায় ৪ ‍উইকেটে ১২৮ রানে। শ্রীলংকা তখন ৬০ রানের লিড পেয়েছিল। 

উইকেটে অধিনায়ক দিমুথ করুনারত্নে (৪৪) ও ধনঞ্জয় ডি সিলভা (১২) অপরাজিত আছেন। কুশল মেন্ডিস ৪৪ রানে বোল্ড হন তাইজুলের বলে। অসাধারণ ডেলিভারি ছিল। 

শ্রীলংকার ৪টি উইকেটেই তাইজুলের হাত আছে। তিনটি উইকেট তিনি নিয়েছেন। আর আরেকটি রান আউট করেছেন। প্রথম ইনিংসে ১৯৯ রান করেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। তাকে (০) খালি হাতে দারুণ রিটার্ন ক্যাচ নিয়ে ফিরিয়েছেন এই বাঁ-হাতি স্পিনার। 

২ টেস্টের সিরিজ এটি। পরেরটি রয়েছে ঢাকায়। আর চট্টগ্রাম টেস্টের আজ শেষ দিন। শ্রীলংকা এই টেস্টের প্রথম ইনিংস ৩৯৭ রান তুলেছিল। জবাবে বাংলাদেশ ৪৬৫ রান সংগ্রহ করে। কাল টেস্টের চতুর্থ দিন শেষে শ্রীলংকার দ্বিতীয় ইনিংসের স্কোর ছিল ২ উইকেটে ৩৯ রান। 

Link copied!