নিয়ম রক্ষার ম্যাচেও জয় নিয়ে গ্রুপপর্ব শেষ করতে চায় ইয়ং টাইগ্রেসরা

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৮, ২০২৩, ১১:৫০ এএম

নিয়ম রক্ষার ম্যাচেও জয় নিয়ে গ্রুপপর্ব শেষ করতে চায় ইয়ং টাইগ্রেসরা

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের গ্রুপপর্বে এ পর্যন্ত সবগুলো ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ দল। সুপার সিক্স নিশ্চিত করে নিয়ে কেবল নিয়ম রক্ষার জন্যই গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামছে দিশা বিশ্বাসের টিম। 

বুধবার (১৮ জানুয়ারি) বেনোনিতে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হচ্ছে খেলাটি।

গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সুপার সিক্স পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ। তাই আজকের ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নির্ভার হয়েই খেলবে দিশার টিম। একাদশেও একাধিক পরিবর্তন আসতে পারে। তবে জয়ের কথা যে ভুলে যাবে না তা বলেই দেয়া যায়। 

এই টুর্নামেন্টে মার্কিন যুক্তরাষ্ট্র এখনো জয়ের মুখ দেখেনি। প্রথম দুই ম্যাচের দুটিতেই হেরে টেবিলের তলানিতে মার্কিন কন্যারা।

প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া এ সংস্করণে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিন দল যাবে পরের রাউন্ডে। ১২ দলকে দুই গ্রুপে ভাগ করে, খেলা হবে রাউন্ড রবিন পদ্ধতিতে। সেখান থেকে শীর্ষ দুই দল করে অনুষ্ঠিত হবে সেমিফাইনালের লড়াই।

 

Link copied!