নেইমারের ছন্দে আরো একটি বড় জয় তুলে নিল ব্রাজিল। কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে পেরুকে ৪-০ গোলে হারাল তারা। এই ম্যাচেও গোল করেছেন নেইমার । রিও জেনিরোর এস্তাদিও নিলটন সান্তোস স্টেডিয়ামে ব্রাজিলময় আরেকটি রাত গিয়েছে।
কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচ খেলেছিল ব্রাজিল ভেনেজুয়েলার সঙ্গে। সে ম্যাচে ৩-০ গোলে জয় চলে আসে। টানা ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে রয়েছে ব্রাজিল। নেইমার দুই ম্যাচে করলেন ২ গোল।
ব্রাজিল পরের ম্যাচটি খেলবে কলম্বিয়ার সঙ্গে ২৪ জুন ভোর ৬টায়। আর ওই ম্যাচে এমন ভয়ঙ্কর ব্রাজিলকেই দেখা যাবে আশা সমর্থকদের।
কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। ২০১৯ সালে তারা ব্রাজিলের মাটিতেই চ্যাম্পিয়ন হয়েছিল।
আজকের ম্যাচে ১২ মিনিটে জেসুসের পাস থেকে অ্যালেক্স সান্দ্রো গোল করেন। ৬৮ মিনিটে নেইমার দারুণ শটে গোল আদায় করেন। ৮৯ মিনিটে এভারটন রিভেইরো রিচালিসনের পাস থেকে গোল পেয়ে যায়। তবে যোগ করা সময়ে আবারো রিচালিসন (৯০+৩) নিজেই গোল করেন।
জাতীয় দলের হয়ে নেইমার ৬৮ গোল করলেন। ৭৭ গোল নিয়ে ব্রাজিলিয়ানদের মধ্যে শীর্ষে গ্রেট পেলে। ১০৭ ম্যাচে নেইমারের অ্যাসিস্ট ৪৭টি।