আফগানিস্তানে ক্ষমতার পালা বদল হয়েছে। তালিবান ক্ষমতায় এসেছে। এমন একটি সময়ে ক্রিকেট সিরিজ হবে কিনা সেটা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। পরে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে খেলা হবে। পাকিস্তান ও আফগানিস্তানের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ রয়েছে। আর সিরিজটি অনুষ্ঠিত হবে শ্রীলংকার হামবানতোতায়।
৩ সেপ্টেম্বর ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি রয়েছে। দুটি দলই শ্রীলংকা গিয়ে কোয়ারেনটিন করবে। অবশ্য তালিবান ক্ষমতায় যাওয়ার আগেই ভেন্যু নির্ধারিত ছিল। ফলে প্রস্তুতি ছিলই।
আফগানিস্তান ক্রিকেট দল এখন কাবুলে প্রস্তুতি নিচ্ছে। অবশ্যই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার জন্য। আর এরপর তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভাববে।