`প্রথম বল থেকেই চার-ছয় মারার চেষ্টা করবো’

ক্রীড়া ডেস্ক

মার্চ ৩, ২০২২, ০১:০৬ এএম

`প্রথম বল থেকেই চার-ছয় মারার চেষ্টা করবো’

সংবাদ সম্মেলনে মেজাজ হারালেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে ২ ম্যাচ সিরিজের প্রথমটি শুরু হবে। আজ সংবাদ সম্মেলনে ব্যাটিং নিয়ে প্রশ্ন করায় তিনি বলেন,‘ আগামীকাল আমি প্রথম বল থেকেই চার মারার চেষ্টা করবো, ছয় মারার চেষ্টা করবো।’ এছাড়া শেষ ওয়ানডে ম্যাচে ক্যাচ ফেলার ব্যাপারটিও এসেছে। তিনি জানান, উন্নতি করার চেষ্টা করছেন। 

বাংলাদেশ টি-২০ ক্রিকেটের প্রথম পাওয়ার প্লেতে আরো উন্নতি করতে চায়। তবে এ ক্ষেত্রে (পাওয়ার প্লে) বার বার বাংলাদেশের দুর্বলতার  প্রমান মিলেছে।  টাইগার দলের টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহ বলেছেন, এবার বাংলাদেশ আগে থেকেই এ বিষয়ে  গভীর মনোযোগ রেখে মাঠে নামবে, লক্ষ্য থাকবে প্রথম ছয় ওভার থেকে অন্তত ৪০/ ৪৫ রান সংগ্রহ করা।

তিনি বলেন,‘ এটি  এমন একটি  ক্ষেত্র  যেখানে আমাদের উন্নতি করা উচিৎ। আমরা জানি সামনেই টি-২০ বিশ্বকাপ। সুতরাং এ ক্ষেত্রে উন্নতি ঘটাতে না পারলে  আমাদেরকে গভীর সঙ্কটে পড়তে হবে। তাই পাওয়ার প্লে থেকেই  ভাল করাটা আমাদের প্রথম লক্ষ্য থাকবে।

অভিষেকের অপেক্ষায় থাকা মুনিম শাহরিয়ারের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, প্রথম পাওয়ার প্লের প্রথম বল থেকেই শট খেলার মত দক্ষতা তার মধ্যে রয়েছে।’

শাহরিয়ারের বড় স্কোর না থাকলেও সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সাহসী সব  শট খেলে তিনি প্রমান করেছেন, এই ফর্মেটের জন্য এমন খেলোয়াড়কেই খুঁজে বেড়াচ্ছে বাংলাদেশ। বিপিলে ১৫২ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। ফরচুন বরিশালকে প্রতি ম্যাচের পাওয়ার প্লেতেই প্রতিপক্ষের নাগালের বাইরে নিয়ে গেছেন তিনি।

রিয়াদ বলেন,‘ আগামীকাল শাহরিয়ারের অভিষেক হওয়ার সম্ভাবন প্রবল।’ শুরু থেকেই বোলারদের সাবলীলভাবে মোকাবেলা করার মত দক্ষতা তার আছে বলেও মন্তব্য করেন বাংলাদেশ অধিনায়ক।

 

Link copied!