বঙ্গবন্ধু বিপিএল শুরু হবে ২০ জানুয়ারি

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৪, ২০২১, ১১:৪২ এএম

বঙ্গবন্ধু বিপিএল শুরু হবে ২০ জানুয়ারি

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসর মাঠে গড়ানোর কথা রয়েছে ২০২২ সালের জানুয়ারিতে। আসন্ন এই আসরের জন্য নতুন ছয় ফ্র্যাঞ্চাইজির জন্য দরপত্র আহ্বান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০ জানুয়ারি শুরু হয়ে আসর শেষ হবে ২০ ফেব্রুয়ারি। 

বিসিবির অফিসিয়াল সাইটে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে তারা। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী এবারের আসরটিও হতে চলেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বিশেষ আয়োজনে।

করোনা পরিস্থিতির কারণে গত বছর বিপিএল আয়োজন সম্ভব হয়নি। যদিও ৫ দলের অংশগ্রহণে ছোট পরিসরে আয়োজন করা হয়েছিল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। 

জানা গেছে, এ শর্ত মেনে এরই মধ্যে বেক্সিমকো ঢাকার, জেমকন গ্রুপ খুলনার, বসুন্ধরা রংপুরের, নাফিসা কামাল কুমিল্লার ফ্র্যাঞ্চাইজি হতে আগ্রহ দেখিয়েছেন এবং তারা ভিতরে ভিতরে কাজকর্মও শুরু করে দিয়েছেন। এর বাইরে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিও নাকি নিশ্চিত।

এছাড়া রাজশাহী আর সিলেটের মধ্যে আরও একটি দল হবে। তার ফ্র্যাঞ্চাইজি এখনো অনির্ধারিত। তবে যেহেতু দুই মাসেরও কম সময় বাকি, তাই শিগগির বাকি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করার কাজ সম্পন্ন হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

Link copied!