ক্রিকেট বিশ্বকাপের সূচি প্রকাশ

বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের সঙ্গে

স্পোর্টস ডেস্ক

জুন ২৭, ২০২৩, ০৬:৪৭ পিএম

বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের সঙ্গে

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ৫ অক্টোবর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠছে এবারের আসরের। বিশ্বকাপের তৃতীয় দিন মাঠে নামবে বাংলাদেশ। ৭ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান।

নতুন ফর্মেটে  নকআউটন পর্বে  খেলার লক্ষ্য নিয়ে মাঠে নামা  বাংলাদেশ ধর্মশালায় তাদের প্রথম  দুই ম্যাচ আফগানিস্তান (অক্টোবর) ও ইংল্যান্ডের বিপক্ষে (১০ অক্টোবর)।
দশ দলের অংশগ্রহণে আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড আহমেদাবাদে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে।
১৫ নভেম্বর মুম্বাই ও ১৬ নভেম্বর কোলকাতায় হবে আসরের দু’টি সেমিফাইনাল। ১৯ নভেম্বর আহমেদাবাদে ফাইনাল দিয়ে বিশ^কাপের পর্দা নামবে। ভারতের ১০টি শহরের ১২টি ভেন্যুতে ৪৬ দিনে বিশ্বকাপের মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
৬টি ভেন্যুতে গ্রুপ পর্বে  মোট ৯টি ম্যাচ খেলবে বাংলাদেশ। 
১৪ অক্টোবর চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ১৯ অক্টোবর পুনেতে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভারত।
২৪ অক্টোবর মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ২৮ অক্টোবর কোলকাতায় কোয়ালিফাইয়ার-ওয়ানের বিপক্ষে লড়বে টাইগাররা। ৩১ অক্টোবর কোলকাতায় পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ৬ নভেম্বর দিল্লিতে কোয়ালিফাইয়ার-২ এর বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।  ১২ নভেম্বর পুনেতে লিগ পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। 
১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহু আলোচিত ভারত-পাকিস্তান লড়াই।

ক্রিকেট বিশ্বকাপের সূচি ২০২৩ (বাংলাদেশ)
৭ অক্টোবর :  বাংলাদেশ - আফগানিস্তান, ধর্মশালা
১০ অক্টোবর :  বাংলাদেশ - ইংল্যান্ড, ধর্মশালা
১৪ অক্টোবর :  বাংলাদেশ - নিউজিল্যান্ড, চেন্নাই
১৯ অক্টোবর :  বাংলাদেশ - ভারত, পুনে
২৪ অক্টোবর :  বাংলাদেশ - সাউথ আফ্রিকা, মুম্বাই
২৮ অক্টোবর :  বাংলাদেশ - কোয়ালিফায়ার ১,  কলকাতা
৩১ অক্টোবর : বাংলাদেশ - পাকিস্তান,  কলকাতা
৬ নভেম্বর : বাংলাদেশ - কোয়ালিফায়ার ২,  দিল্লি
১২ নভেম্বর : বাংলাদেশ - অস্ট্রেলিয়া,  পুনে।

 

Link copied!