মুশফিকুর রহিম ও লিটন দাসের দায়িত্বশীল ব্যাটিংয়ে শ্রীলংকার বিপক্ষে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। প্রথম টেস্ট ড্র হওয়ায় অনির্ধারিত ফাইনালে পরিণত হয় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এ দ্বিতীয় টেস্ট। টস জিতে ব্যাট করতে নেমে শুন্য রানেই মাহমুদুল হাসান জয়ের উইকেট হারায় বাংলাদেশ। এরপর নিয়মিত বিরতিতে দলীয় ২৪ রানের মাথায় ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েন টাইগাররা। দলীয় ৬ রানে দ্বিতীয়, ১৩ রানে তৃতীয় ও ২৪ রানে দলের চতুর্থ ও পঞ্চম উইকেটের পতন ঘটে। এ দিন মাহমুদুল হাসান জয়, তামিম ইকবাল এবং সাকিব আল হাসান কোন রান না করেই আউট হন। দলীয় এমন অবস্থায় দায়িত্বশীল ব্যাটিংয়ে হাল ধরেন মুশফিকুর রহিম ও লিটন দাস। রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ছিলো ৫ উইকেটে ২০৯ রান। ১০৬ রানে লিটন দাস এবং ৮৭ রানে মুশফিকুর রহিম ক্রিজে রয়েছেন।
প্রথম সেশনে নাজমুল হোসেন শান্ত ৮ এবং মুমিনুল হক ৯ রান করে আউট হন। শ্রীলংকার কাসুন রাজুদা ৩টি এবং আসিদা ফারনান্দো ২টি উইকেট নিয়েছেন।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইবাদত হোসেন, খালেদ আহমেদ ও তাইজুল ইসলাম।
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুণারত্নে, ওশাদা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুউজ, ধনঞ্জয়া ডি সিলভা, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকাভেলা, রামেশ মেন্ডিস, প্রবীন জয়াবিক্রমা, কাশুন রাজিথা, আশিথা ফার্নান্দো।