জানুয়ারি ১০, ২০২৩, ১০:৪৬ পিএম
ম্যাচের দুই ঘটনায় শাস্তি পেতে যাচ্ছেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব, ওপেনার এনামুল হক বিজয় ও রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচে দ্বিতীয় ইনিংস শুরুর আগে সাকিব আল হাসানের মাঠে নেমে পড়া এবং বরিশালের ব্যাটার এনামুল হক বিজয় আউট হয়েও মাঠ ছাড়তে না চাওয়ায় তাদের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা হচ্ছে। এছাড়া, ব্যাটারকে দেখে বোলিংয়ে বদল আনায় পাঁচ মিনিটের বেশি সময় পর দ্বিতীয় ইনিংস শুরু হওয়ায় রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহানকেও সমপরিমাণ জরিমানা করা হচ্ছে।
রংপুরের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে বরিশাল ব্যাট করতে নামার আগে বোলার পরিবর্তন নিয়ে ঝামেলা সৃষ্টি হয়। বাউন্ডারি লাইনের বাইরে কিছুক্ষণ চিৎকার করতে দেখা যায় সাকিব আল হাসানকে।
আম্পায়ারদের সঙ্গে কথা বলে দুই অধিনায়ককে জরিমানা করেছেন ম্যাচ রেফারি আখতার আহমেদ। জরিমানা করা হয়েছে এলবিডব্লুর সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করা বরিশাল ওপেনার এনামুল হককেও। জরিমানা হিসেবে সাকিব, এনামুল ও নুরুল একটি করে ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তিন খেলোয়াড়।