লড়াইটা করতে চান করুনারত্নে

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৪, ২০২২, ০৮:০০ পিএম

লড়াইটা করতে চান করুনারত্নে

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামছে শ্রীলংকা। এই ভেন্যুতে ২০১৪ সালের পর লংগার ভার্সনে বাংলাদেশের বিপক্ষে কোন ম্যাচ জিততে পারেনি লংকানরা। তবে দলের অধিনায়ক দিমুথ  করুনারত্নের চাওয়া  এবার সেই রেকর্ড থেকে বেড়িয়ে  আসা।

চট্টগ্রামের এই ভেন্যুতে চারটি ম্যাচ খেলেছে শ্রীলংকা। দু’টিতে জিতেছে, দু’টিতে ড্র করেছে। লংকানদের দু’টি জয় ২০০৬ ও ২০০৯ সালে। আর ২০১৪ ও ২০১৮ সালে ড্র হয়েছিলো অন্য দু’টি টেস্ট।

নতুন দশকে প্রথমবারের মত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের মুখোমুখি হয়ে রেকর্ড ভাঙ্গতে  চায় শ্রীলংকা।

করুনারত্নে বলেন, ‘চট্টগ্রামে এখনও আমরা জিততে পারিনি (২০০৯ সাল থেকে)। আমরা এই রেকর্ড ভেঙ্গে জয় নিয়ে ঢাকায় যেতে চাই।’

করুনারত্নের মতে বাংলাদেশের বিপক্ষে জয়ের পেছনে বড় ভূমিকা রাখতে পারেন শ্রীলংকার সহকারী কোচ নাভিদ নেওয়াজ। কারন দীর্ঘদিন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ ছিলেন তিনি।

করুনারত্নে বলেন, ‘এখানে কয়েক বছর ধরে অনূর্ধ্ব-১৯ দলের কোচ ছিলেন নাভিদ। তাই এখানকার কন্ডিশন ভালো জানের তিনি। আমরা তার কাছ থেকে কিছু ধারনা পেতে পারি।  এ জন্য আমাদেরকে  প্রথম দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত ভালো ক্রিকেট খেলতে হবে।’

২০০১ সালের সেপ্টেম্বর থেকে প্রথম ১২ ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে জিতেছে শ্রীলংকা। তবে ২০১৩ সালের মার্চ থেকে ঘুড়ে দাঁড়ায় বাংলাদেশ। দু’দলের সর্বশেষ ১০ ম্যাচের মধ্যে বাংলাদেশ হারে পাঁচ ম্যাচ, জিততে পারে একটি। জয়টি ছিলো ২০১৭ সালে। আর চারটি ম্যাচ ড্র হয়।

 

Link copied!