শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে টসে হেরে ফিল্ডিং-এ বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৫, ২০২২, ১০:৪১ এএম

শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে টসে হেরে ফিল্ডিং-এ বাংলাদেশ

শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে টসে হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকালে শুরু হয়েছে প্রথম টেস্ট। ২৩ মে মিরপুরে দ্বিতীয় টেস্ট শুর হবে।

সঙ্কা কাটিয়ে প্রথম টেস্টেই দলে ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। দুজন পেসার শরীফুল ইসলাম ও খালেদ আহমেদ এবং বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও অফ স্পিনার নাঈম হাসান- এই চারজনের বাংলাদেশের বোলিং অ্যাটাকের সঙ্গে সাকিবের ফেরাকে বাড়তি পাওয়া হিসেবেই দেখা হচ্ছে সাকিব ফেরার মোট ৫ জনের বোলিং অ্যাটাক সামলাতে হবে লংকানদের।

Link copied!