হতশ্রী রোনালদো, ইউনাইটেডের ড্র

ক্রীড়া ডেস্ক

ফেব্রুয়ারি ২৭, ২০২২, ০৫:১১ এএম

হতশ্রী রোনালদো, ইউনাইটেডের ড্র

গোল মিসের পসড়া সাজিয়ে বসেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এখন ইংলিশ প্রিমিয়ার লিগে এমন পরিস্থিতি যে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার আশাটা ফিকে হয়ে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের। আজ ওয়াটফোর্ডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে রেড ডেভিলরা (০-০)।

২৭ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নম্বরে থাকলেও এই অবস্থান থাকবে না। ৫ নম্বরে থাকা আর্সেনাল ২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট অর্জন করেছে। তিন নম্বরে থাকা চেলসির ২৫ ম্যাচে ৫০ পয়েন্ট। 

ওল্ড ট্র্যাফোর্ডে ওয়াটফোর্ড জমাট রক্ষণভাগ ভাঙতে পারেনি ইউনাইটেড। ফলে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগের জন্য সেরা চারে থাকাটা এখন ঝুঁকির মুখে।  

Link copied!