হারের মুখে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

এপ্রিল ১১, ২০২২, ০৩:৫৩ এএম

হারের মুখে বাংলাদেশ

পোর্ট এলিজাবেথ টেস্টে হারের মুখে বাংলাদেশ। ২ টেস্টের সিরিজ। দ্বিতীয় টেস্ট ম্যাচটির আরো দুদিন বাকি। তবে ৪১৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৭ রানে ৩ উইকেট হারিয়ে আজ তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। প্রথম টেস্টে ২২০ রানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। আগামীকাল সোমবার খেলার ফল চলে আসতে পারে।

তামিম ১৩, নাজমুল হোসেন শান্ত ৭ ও মাহমুদুল হাসান জয় বিনা রানে ফিরে গেছেন। মুমিনুল হক ৫ রানে উইকেটে অপরাজিত রয়েছেন। 

এর আগে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৭৬ রানে ইনিংস ঘোষণা করে। বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হয় ২১৭ রানে। 

মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্তর পর বিদায় নিলেন তামিম ইকবালও। দশম ওভারের প্রথম বলে তামিমের আউটের পর দিনের খেলার ইতি টানেন আম্পায়ার। তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ২৭ রান। দক্ষিণ আফ্রিকা লক্ষ্য দিয়েছে ৪১৩ রান। বাংলাদেশ এখনো পিছিয়ে আছে ৩৮৬ রানে। 

প্রথম ইনিংসে ৫ উইকেটে ১৩৯ রান নিয়ে আজ দিন শুরু করে বাংলাদেশ। মুশফিক-ইয়াসির জুটিতে শুরুতে ভালো বার্তা দিলেও শেষ পর্যন্ত মুখ থুবড়ে পড়ে বাংলাদেশের ব্যাটিং। ২১৭ রান অলআউট হয় সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে দ্রুতগতিতে রান তোলে প্রোটিয়ারা। ৬ উইকেটে ১৭৬ রান করে ইনিংস ঘোষণা করে। বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়য় ৪১৩ রান। বাংলাদেশ খেলতে নেমে প্রথম ওভারে জয়ের উইকেট হারায়। এরপর একে একে ফেরেন শান্ত-তামিম। 

মহারাজের ঘূর্ণিতে জয় ফেরেন শূন্য রানে, আর শান্ত ৭ রানে। ১৩ রানে তামিম পরাস্ত হন হার্মারের ঘূর্ণিতে। এখনো এই টেস্টের দুই দিন বাকি। বাংলাদেশ কি লড়াই করতে পারবে নাকি ডারবানের মত প্রথম ঘণ্টায় অলআউট হবে? বলে দেবে সময়।

Link copied!