জয় ছাড়া বিকল্প দেখছে না টাইগাররা

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৭, ২০২১, ০১:০৯ পিএম

জয় ছাড়া বিকল্প দেখছে না টাইগাররা

বিশ্বকাপে টিকে থাকার ম্যাচ আজ বাংলাদেশের। বুধবার (২৭ অক্টোবর) ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। শ্রীলঙ্কার সাথের সেই ম্যাচের স্মৃতি ভুলে সামনে তাকিয়ে আছে টাইগাররা। র‌্যাংকিংয়ের শীর্ষ দলের বিপক্ষে লড়াই। কিন্তু টিম টাইগার্স এটি মোটেও আমলে নিচ্ছে না। তারা জয় ছাড়া অন্য কিছুই আর ভাবছে না।

ব্রিটিশদের বিপক্ষে ম্যাচে টাইগার একাদশে পরিবর্তন আসতে পারে একটি। ইংল্যান্ডও বাংলাদেশকে সমীহ করছে, বিশেষ করে লঙ্কানদের সাথে তাদের যে ব্যাটিং দৃঢ়তা দেখেছে তারা তাতে সেটি না করেও উপায় নেই। তবে জয়ের মানসিকতাও রাখছেন দলের ব্যাটার জস বাটলার।

আবুধাবিতে ওই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। অনুশীলনে চনমনে বাংলাদেশ দল। শ্রীলঙ্কা বিপর্যয় অনেকটাই কাটিয়ে উঠেছে মাহমুদউল্লাহ বাহিনী। শরীরী ভাষায় যেন তারই প্রতিচ্ছবি। দল ভুলে যাওয়ার চেষ্টায় থাকলেও এখনো কাটাছেঁড়া চলছে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ক্যাচ মিস নিয়ে। যার মাশুল দিতে হয় ম্যাচ হেরে। তাই অনুশীলনে দীর্ঘ সময় চলেছে ক্যাচিং অনুশীলন।

অবাক করার মতো তথ্য, শুধু বিশ্বকাপে নয় টি-২০ ফরম্যাটেই এই প্রথম মুখোমুখি বাংলাদেশ ও ইংল্যান্ড। থ্রি লায়নদের বিপক্ষে টিম টাইগার্স খেলবে ২৮ মাস পর। ইংল্যান্ড প্রথম ম্যাচেই তাদের শক্তির জানান দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিয়ে জয় পেয়েছে মরগ্যান বাহিনী। তবে ছোট টার্গেট তাড়া করতে নেমেও চার উইকেট হারিয়েছিল দল। এটাই টি-২০ র‌্যাংকিংয়ের শীর্ষ দলের বিপক্ষে ম্যাচ থেকেও কিছু পাওয়ার স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশকে।

Link copied!