১৪২ রানের পুঁজি গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ওই রান করে দ্বীপদেশের দলটি।
বাংলাদেশি বোলাররা প্রথম ১৬ ওভার বেশ আঁটসাঁট বোলিং করলেও শেষের দিকে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা চড়াও হয়ে খেলেন। নিকোলাস পুরান ২২ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেন। জেসন হোল্ডার ৫ বলে ১৫ রান করেন ২ টি ৬ এর মারের সাহায্যে।
বাংলাদেশের পক্ষে ২ টি করে উইকেট নেন মেহেদী হাসান, মুস্তাফিজ এবং শরীফুল। তবে, সবচেয়ে মিতব্যায়ী বোলার ছিলেন তাসকিন আহমেদ। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে উইকেট শূন্য থাকেন তিনি। সাকিব আল হাসান ৪ ওভারে ২৮ রান দিয়ে তাসকিনের পদাঙ্ক অনুসরণ করেন। ২ উইকেট পেলেও মুস্তাফিজ বেশ খরুচে ছিলেন। তার নির্ধারিত ৪ ওভারে ৪৩ রান দেন।
ওয়েস্ট ইন্ডিজের তারকার ব্যাটসমনদের হাত খুলে খেলতে দেননি টাইগার বোলাররা। গেইল, পোলার্ড, হেটমায়ার, রাসেল কেউই তেমন সুবিধা করতে পারেননি। তবে রোস্টন চেজ ৩৯ রানের একটি মন্থর ইনিংস খেলে শরিফুলের বলে বোল্ড হয়ে ফেরেন।