টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচে হারের পর কথা বলেছেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। সংবাদ সম্মেলনে বেশ খোলামেলা কথা বলেছেন তিনি। তিনি বলেন,‘ আমরা চেষ্টা করছি। কিন্তু হচ্ছে না। আমাদের ভাল খেলতে হবে। আর তা না হলে পারবো না এটাই কথা ‘
ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হারের পর নাসুম মেনে করেন, বাংলাদেশের সামর্থ্য আছে। কিন্তু তারা মাঠে প্রভাব ফেলতে পারছে না। নাসুম বলেন,‘ আমাদের প্রথম ৬ ওভারে রান আসছে না। চেষ্টা করছি আমরা ভাল কিছু করার। সেখানেও উন্নতি দরকার।
বাংলাদেশ দলকে নিয়ে অনেক আলোচনা ও সমালোচনা হচ্ছে। এইসব নিয়ে নাসুম,‘ আমরা বাইরের কথা নিয়ে মাথা ঘামাই না। আমাদের কাজ ক্রিকেট খেলা। আমরা ভাল ক্রিকেট থেকে ঘুরে দাঁড়াতে চাই। বাইরের কথা শুনে কোনো লাভ নাই। বাইরের কথা শুনে আমাদের কোনো লাভ নেই।’