ক্ষমা চেয়েছেন ডি কক

ক্রীড়া ডেস্ক

অক্টোবর ২৯, ২০২১, ০৬:৩৮ পিএম

ক্ষমা চেয়েছেন ডি কক

দুবাইয়ে চলমান টি-২০ বিশ্বকাপে ‘বর্ণবাদের’ প্রতিবাদ হিসেবে হাঁটু ভাঁজ করার নির্দেশনা অমান্য করার জন্য ক্ষমা চেয়েছেন দক্ষিন আফ্রিকার ক্রিকেট তারকা কুইন্টন ডি কক। তিনি বলেছেন, সেটি করতে পারলে তার ‘ভালো লাগতো’। 

আজ এক বিবৃতিতে ডি কক বলেছেন,‘ আমি প্রথমেই আমার সতীর্থ এবং নিজে দেশের সমর্থকদের উদ্দেশ্যে ‘সরি’ বলতে চাই। আমি কখনো এটিকে কুইন্টন ইস্যু করতে চাইনি। আমি বুঝতে পেরেছি এটি একটি বর্নবাদ বিরোধী প্রচারনা। এটি বুঝতে পেরেছি যে খেলোয়াড় হিসেবে এ ব্যাপারে আমাদের কিছু দায়বদ্ধতা রয়েছে। 

আমি যদি হাঁটু ভাজ করার মাধ্যমে অন্যদের কিছু শেখাতে পারি, ‘ ব্ল্যাক লাইভ ম্যাটার্স’ বিষয়টিকে মানুষের মধ্যে অনুধাবনের জন্য যদি ছড়িয়ে দিতে পারি, তাহলে সেটি হবে আমার জন্য সবচেয়ে বেশী খুশির বিষয়।’

বর্ণবাদ বিরোধী প্রচারনার অংশ হিসেবে দক্ষিন আফ্রিকা/র খেলোয়াড়দেরকে বাধ্যতামুলকভাবে বিশ^কাপ শুরুর আগে হাঁটু ভাঁজ করতে হবে বলে ক্রিকেট দক্ষিন আফ্রিকার (সিএসএ) পক্ষ থেকে নির্দেশনা জারি হবার পর ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত মঙ্গলবার বিশ^কাপের ম্যাচ থেকে শেষ মুহুর্তে সরে দাঁড়ান প্রেটিয়া দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান।

এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসরের প্রথম ম্যাচের শুরুতে দেখা যায় একটি মিশ্র ছবি। যেখানে কিছু ক্রিকেটার দাঁড়িয়ে ছিল এবং কিছু ক্রিকেটার হাঁটু ভাজ করে ছিল। এর পর সবাইকে ‘নেইল ডাউনের’ নির্দেশ দেয় সিএসএ। 

জাতীয় দলের সাাবেক অধিনায়ক ডি কক এর আগে বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টেও হাঁটু ভাঁজ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

Link copied!