টানা চতুর্থ হারে আনুষ্ঠানিক বিদায় বাংলাদেশের

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৩, ২০২১, ০১:৩৬ এএম

টানা চতুর্থ হারে আনুষ্ঠানিক বিদায় বাংলাদেশের

টানা চতুর্থ হারে আনুষ্ঠানিকভাবে টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় হয়ে গেল বাংলাদেশের। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শেখ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

মাত্র ৮৪ রানের সম্বল নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল করতে নেমেছিল মাহমুদুল্লাহ বাহিনী। শুরুটাও মন্দ হয়নি। উইকেটও পড়েছিল নিয়মিত বিরতিতেই। কিন্তু আফসোস টার্গেটটা খুব ছোট। মাত্র ৮৫।

ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ যেন সেই পুরনো বাংলাদেশ। যখন বাংলাদেশী ব্যাটসম্যানরা মাখায়া এনটিনি, আন্দ্রে নেল, শন পোলক, জ্যাক ক্যালিসদের গতি-সুইং-লেংথের কাছে অসহায় আত্মসমর্পণ করতেন।

এখনো তাই। তবে এবার পেসের সঙ্গে যুক্ত হয়েছে স্পিনও। বাংলাদেশ সেই টিম যারা নিজ মাটিতে স্পিনে বেশ শক্তিশালী। কিন্তু কোথায় সেই শক্তিমত্তা?

না স্পিন আর না পেস, কোনটাই খেলা হলো না ঠিকমতো। দক্ষিণ আফ্রিকার দুই পেসার মিলে নিয়েছেন ৬ উইকেট। স্পিনার ২ টি এবং বাকী একটি রান আউট। বাংলাদেশের হয়ে ব্যাট হাতে কে খেলতে পারলেন ভালো? লিটন, সৌম্য, মুশফিক, মাহমুদিুল্লাহ! কেউই না। লিটন বাদে তো আর কেউ তো দুই অঙ্কের ঘরেও যেতে পারেননি। সৌম্য তো গোল্ডেন ডাক হাঁকালেন প্রথম বলেই।

ব্যার্থতার মিছিলে একমাত্র ব্যতিক্রম তরুণ মেহেদি হাসান। ২৫ বলে ২৭ রানের ইনিংস খেলে দলের মান বাঁচিয়েছেন তিনি। দলের একমাত্র ছক্কাও তার। দলের মান যে সব দিক থেকে তিনিই বাঁচিয়েছেন। দক্ষিণ আফ্রিকার হারানো চার উইকেটের একটি যে তার ঝুঁলিতে। বাকী তিনটির ২ টি নিয়েছেন পেসার তাসিকিন এবং অন্য ১ টি নাসুম। 

দক্ষিণ আফ্রিকার টেমবা বাভুমা ৩১ রানে অপরাজিত থাকেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে দ্বিতীয় সর্বোচ্চে রান করেন ভ্যান ডার ডুসেন। 

Link copied!