চলতি টি-২০ বিশ্বকাপে নিজেদের সেমির দৌঁড়ে টিকিয়ে রাখার লড়াইয়ে টসে জিতে বোলিং করছে বাংলাদেশ। বিশ্বকাপে সেমিফাইনালে খেলতে হলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই ম্যাচে জয়ের কোন বিকল্প নেই।
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ঘুরে দাঁড়ানোর মিশনের শুরুটা এখন পর্যন্ত ভালো বাংলাদেশের। টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ টস জিতে ফিল্ডিং বেছে নিয়ে ক্যারিবিয়ানদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। এ রিপোর্ট লিখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ ওভারে ১ উইকেট হারিয়ে ১২ রান।
এই ম্যাচ ক্যারিবিয়ানদেরও অস্তিত্ব রক্ষার লড়াই। আগের দুই ম্যাচে বাজেভাবে হেরেছে ক্যারিবিয়ার অঞ্চলের এই দলটি। টুর্নামেন্টে টিকে থাককে জয়ের জন্য মরিয়া তারাও। ফলে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জটা বেশ বড়।
দুটি পরিবর্তন এসেছে বাংলাদেশ একাদশে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে তলপেটে চোট পেয়েছিলেন উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। চোট নিয়ে খেলেছেন ইংল্যান্ডের বিপক্ষে। তবে ব্যথা বেড়ে যাওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে থাকছেন না তিনি। তার পরিবর্তে একাদশে এসেছেন সৌম্য সরকার। ওয়েস্ট ইন্ডিজ একাদশে বাঁহাতিদের ছড়াছড়ি থাকায় বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে বসিয়ে খেলানো হচ্ছে পেসার তাসকিন আহমদকে।
সোহান একাদশে না থাকায় উইকেটের পেছনে থাকছেন লিটন দাস। আগের ম্যাচগুলোতে ধারাবাহিক ব্যর্থতার কারণে লিটনের একাদশে থাকা কিছুটা অনিশ্চিতই ছিল। কিন্তু তার উপর আরও একবার আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট।
দুটি পরিবর্তন আছে উইন্ডিজ দলে। ওবেড ম্যাকয়ের ইনজুরিতে দলে সুযোগ পাওয়া জেসন হোল্ডার জায়গা করে নিয়েছেন একাদশে। বাদ পড়েছেন হেইডেন ওয়ালশ। এছাড়া লেন্ডল সিমন্সের জায়গায় একাদশে ঢুকেছেন রোস্টন চেজ।
বাংলাদেশ: মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ: রোস্টন চেজ, এভিন লুইস, নিকোলাস পুরান, ক্রিস গেইল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, শিমরন হেটমায়ার, ডোয়াইন ব্রাভো, জেসন হোল্ডার, আকিল হোসেন ও রভি রামপাল।