বাটলারের সেঞ্চুরিতে চারে চার ইংল্যান্ডের

ক্রীড়া ডেস্ক

নভেম্বর ২, ২০২১, ০৬:০০ এএম

বাটলারের সেঞ্চুরিতে চারে চার ইংল্যান্ডের

টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রথম সেঞ্চুরি দেখলো জস বাটলারের ব্যাট থেকে। ইংল্যান্ড তার ব্যাটে ভর করে শারজায় নির্ধারিত ২০ ওভারে ১৬৩ রান সংগ্রহ করেছিল। জবাবে শ্রীলংকা ১৯ ওভারে ১৩৭ রানে অলআউট। সুপার টুয়েলভে ইংল্যান্ড ৪ ম্যাচের প্রতিটি জিতে সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছে। 

শ্রীলংকার এখন এই আসলের সেমিফাইনালের আশা করতে হলে মিরাকলের দেখা পেতে হবে। শ্রীলংকা এই ম্যাচে টসে জিতে ফিল্ডিং নিয়েছিল। ইংল্যান্ড প্রথমে ব্যাট করেছে। ওপেনিংয়ে ব্যাট করতে নামা বাটলার অপরাজিত ছিলেন শেষ অবধি। ৬৭ বলে ১০১ রান করেন তিনি ৬টি চার ও সমান ৬টি ছক্কায়। এই বিশ্বকাপে এটাই প্রথম সেঞ্চুরি। হাসারাঙ্গা ২১ রানে ৩ উইকেট নেন। 

ব্যাটিংয়ে শ্রীলংকা ভাল ছিল না। দলের হয়ে সবচেয়ে বেশি রান করেন ওই হাসারাঙ্গাই। তার স্কোর ছিল ৩৪। এছাড়া রাজপাকসে ও শানাকা সমান ২৬ রান করে তুলেছেন। মইন আলি, আদিল রশিদ ও জর্ডান ২টি করে উইকেট নেন। ম্যাচসেরা হন বাটলার। 

 

 

Link copied!