ঈদযাত্রার দ্বিতীয় দিনে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রীদের ভিড়

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৩০, ২০২২, ০৯:৪৫ এএম

ঈদযাত্রার দ্বিতীয় দিনে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রীদের ভিড়

ঈদযাত্রার দ্বিতীয় দিনে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রীদের ভিড় ভেড়েছে। শত শত যানবাহন রয়েছে পারের অপেক্ষায়। দীর্ঘ সময় আটকেপড়া যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। তবে, স্বজনদের সঙ্গে ঈদ পালন করতে যাওয়ায় যাত্রীদের চোখে-মুখে আনন্দ ফুটে উঠছে।  

লঞ্চেও রয়েছে উপচেপড়া ভিড়। রাত থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। সকালের দিকে তা ৩ কিলোমিটার এলাকা ছাড়িয়ে যায়। এরফলে যারা লঞ্চে পদ্মা হবেন, তাদের কয়েক কিলোমিটার হেটে ঘাটে পৌছাতে হচ্ছে। এতে ঘাটে ভোগান্তি আরও বেড়ে গেছে।

যাত্রী ও যানবাহনের চাপ বেশি পড়ায় অতিরিক্ত যাত্রী নিয়ে ছুটছে লঞ্চ ও স্পিডবোটগুলো। যাত্রীদের নিরাপত্তা ঘাট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নূরজাহান লাবনী জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট-বড় ২১টি ফেরি এবং ৩৩টি লঞ্চ চলাচল করছে।

Link copied!