নারীদের এশিয়া কাপের এবারের আসরের স্বাগতিক ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। কিন্তু এবারের আসরে সেমিফাইনালেও যেতে পারল না গতবারের চ্যাম্পিয়নরা। মঙ্গলবার চতুর্থ দল হিসেবে তাদের সেমিতে যেতে হলে আজ (মঙ্গলবার) জিততে হতো আরব আমিরাতের বিপক্ষে। কিন্তু বাংলাদেশকে হারিয়ে জিতে গেল বৃষ্টি। টানা বর্ষণে ম্যাচ পরিত্যক্ত হয়ে ভেসে গেল চতুর্থ দল হিসেবে নিগারদের সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন।
সোমবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে মঙ্গলবার সকালে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে গোড়ালি পর্যন্ত পানি জমে যায়। লাগাতার বর্ষণের কারণে নির্ধারিত সময় সকাল নয়টায় ম্যাচও শুরু করা যায়নি। ম্যাচের কাটঅফ টাইম ১১টা ২৭ মিনিটে নির্ধারিত ছিল। কিন্তু সকাল ১০টা ৪০ মিনিটে আম্পায়াররা অবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত জানিয়ে দেন যে, খেলা এই মাঠে গড়ানো সম্ভব নয়।
শ্রীলঙ্কার বিপক্ষে হেরে সেমিফাইনালে যাওয়া কঠিন হয়ে যায় বাংলাদেশের জন্য। বিকালে থাইল্যান্ড ভারতের কাছে হেরে যাওয়ায় বাংলাদেশের সামনে সুযোগ তৈরি হয় সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার। কিন্তু সেই সুযোগ ধুয়ে নিলো বৃষ্টি।
বাংলাদেশের রানরেট যেখানে ০.৪২৩, সেখানে থাইল্যান্ডের পয়েন্ট -০.৯৪৯। আজকে ম্যাচটি মাঠে গড়ালে জয়ের সম্ভাবনা থাকত কিন্তু বৃষ্টিতে সবকিছু ভেস্তে গেল। পয়েন্ট ভাগাভাগি করে ৫ পয়েন্ট নিয়ে ছিটকে গেল বাংলাদেশ। ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে উঠে গেল থাইল্যান্ড।
গতবার মালয়েশিয়ায় ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবার ৫ ম্যাচের ৩টিতে হেরে সেমিতে ওঠার আগেই বাদ। সেমির বাকি তিন দল ভারত, পাকিস্তান আর শ্রীলঙ্কা।