দ্বিতীয় ম্যাচে বড় ধাক্কা খেলো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

অক্টোবর ৩, ২০২২, ০৭:০১ পিএম

দ্বিতীয় ম্যাচে বড় ধাক্কা খেলো বাংলাদেশ

এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের বড় ব্যবধানে হারালো পাকিস্তান। ব্যাটিং ধসে মাত্র ৭০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাটিংয়েও ঝড়ো হাওয়া বইয়ে দিলো পাকিস্তান। ১ উইকেট হারিয়ে ও ৪৬ বল বাকি থাকতে জয় তুলে নেয় পাকিস্তান।

৭১ রানের লক্ষ্যে সতর্কভাবেই ব্যাটিং শুরু করেন পাকিস্তানি দুই ওপেনার মুনিবা আলী ও সিদরা আমিন। ১৯ বল খেলে মুনিবা বিদায় নিলেও ছোট্ট লক্ষ্য অর্জনে আর উইকেটের পতন হতে দেয়নি পাকিস্তান। অন্য প্রান্ত আগলে রাখা সিদরা অধিনায়ক বিসমাহ মারুফকে নিয়ে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। ৩৫ বলে ৩৬ রানের দারুণ ইনিংস খেলেন সিদরা আমিন। অধিনায়কের ব্যাট থেকে আসে ২০ বলে ১২ রান।

প্রথম ম্যাচে থাইল্যান্ডকে হারানোর মাধ্যমে গত এশিয়া কাপের চ্যাম্পিয়নদের যে আত্মবিশ্বাস গড়ে উঠেছিল তা যেন মুখ থুবড়ে পড়লো পাকিস্তানের বিপক্ষের আজকের এই ম্যাচে।

সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামের মাঠে আজ টসভাগ্য সহায় হয়নি স্বাগতিকদের। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বিসমাহ মারুফ।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় নিগার সুলতানার দল। দলের রানের খাতায় যখন মাত্র ৩ রান যুক্ত হয়েছে, ততক্ষণে ড্রেসিং রুমে ফিরে গেছেন ৩ জন।

প্রথম ওভারেই ডায়ানা বায়াগের বলে ১ করেই বোল্ড আউট হন শামীমা সুলতানা। পরের ওভারে সাদিয়া ইকবালকে স্লগ সুইপ করতে গিয়ে ১ রান করে বোল্ড হয়ে যান ফারজানা হক। এরপর এলবিডব্লিউর শিকার হয়ে রুমানা আহমেদ ফিরে যান মাত্র ১ রান করে।

তারপর ৩৪ বলে ২৪ রানের একটি জুটি গড়ে বাংলাদেশকে আশার আলো দেখাতে শুরু করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আর লতা মন্ডল। লতা ১২ রান করে নিদা দারের বলে এলবিডব্লিউ হলে ভাঙে এই জুটি।

সালমা খাতুনকে নিয়ে নিগার করেন ২৩ বলে ১৫ রানের আরেকটি ছোট জুটি। ৩০ বলে ১৭ রান করার পর নিগারকেও এলবিডব্লিউ করে ফেরত পাঠান নিদা।

১৪তম ওভারে মাত্র ৪২ রান তুলে ৫ উইকেট হারানো বাংলাদেশ এরপর ঘুরে দাঁড়াতে পারেনি এই ম্যাচে। সালমা খাতুন ২৯ বলে অপরাজিত থাকেন ২৪ রানে।

Link copied!