মালয়েশিয়াকে হারিয়ে এশিয়া কাপে যাত্রা শুরু পাকিস্তানের

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২, ২০২২, ০৮:২০ পিএম

মালয়েশিয়াকে হারিয়ে এশিয়া কাপে যাত্রা শুরু পাকিস্তানের

নারীদের এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে হারিয়ে দারুণ যাত্রা শুরু পাকিস্তানের। টসে জিতে শুরুতে বোলিং করে মাত্র ৫৭ রানে মালয়েশিয়ার ইনিংস থামিয়ে দেয় পাকিস্তান। ৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ উইকেট নিয়ে ৬৬ বল আগেই জিতে যায় বিসমাহ মারুফের দল। পরপর ২ উইকেট নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলায় ম্যাচসেরা হয়েছেন ২১ বছর বয়সী লেগস্পিনার তুবা হাসান।

সিলেটের মাঠে রোববার এই ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে প্রথম দুই ওভারেই দুই প্রান্ত থেকে ডায়না বেগ ও সাদিয়া ইকবালের দুর্দান্ত বোলিংয়ে টপ অর্ডারের দুই ব্যাটারকে হারায় মালয়েশিয়া। তারপর লেগস্পিনার তুবা হাসান ও অফস্পিনার উমাইমা সোহেলের স্পিনের ঘূর্ণিতে ৫৭ রানে বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার রানের খাতা। দলের হয়ে সর্বোচ্চ ২৯ রানের ইনিংস খেলা এলসা হান্টার ও ১১ রান নিয়ে জুলিয়া ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছুতে পারেননি। পাকিস্তানের হয়ে উমাইমা ১৯ রানে ৩টি এবং তুবা ১৩ রানে ২টি উইকেট নেন।

৫৮ রানের লক্ষ্য নিয়ে মাঠে নামেন পাকিস্তানের মুনিবা আলী ও সিদ্রা আমীন। এই দুই ওপেনার মিলে ৪৫ রানের জুটি গড়েন। জয় থেকে ১৩ রান দূরে থাকতে অফস্পিনার মাহিরাহ ইসমাইলের শিকার হন সিদ্রা। ২৩ বলে ৫ চারে ৩৩ রানের ইনিংস খেলে মাঠ ছাড়েন ওপেনার ব্যাটার সিদ্রা। এরপর অধিনায়ক বিসমাহ মারুফ ৮ ও মুনিবা আলী ২১ রানে অপরাজিত থেকে ৯ ওভারেই তুলে নেন জয়।

Link copied!