নারী এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিতে আজকের শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশ দলের জন্য। বৃষ্টিবিঘ্ন এই ম্যাচে বৃষ্টি আইনে ৭ ওভারে মাত্র ৪১ রানের লক্ষ্য নিয়ে নেমে সেটিও অতিক্রম করতে পারল না নিগার সুলতানার দল।
শ্রীলঙ্কা নারী দল ১৮.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৩ রান করার পর বৃষ্টি নামে। দেড়ঘণ্টা পর বৃষ্টি থামলে বাংলাদেশ নারী দলের জন্য লক্ষ্য নির্ধারিত হয় ৭ ওভারে করতে হবে ৪১ রান। কিন্তু ৭ উইকেটে ৩৭ রানে থামে বাংলাদেশের ইনিংস। নিগার সুলতানার ১২ রান ছাড়া ২ অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি কেউ।
টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক। দ্বিতীয় ওভারে দারুণ এক ডেলিভারিতে চামারি আতাপাত্তুকে বোল্ড করেন জাহানারা আলম। আন্তর্জাতিক ক্রিকেটে জাহানারার এটি শততম উইকেট। সালমা খাতুন, রুমানা আহমেদ ও নাহিদা আখতারের পর দেশের চতুর্থ বোলার হিসেবে এ কৃতিত্ব অর্জন করলেন এ ডানহাতি তারকা পেসার।
শুরুতেই অধিনায়কের উইকেট হারানোর পর আর সে অর্থে ঘুরে দাঁড়াতে পারেনি লঙ্কানরা। আরেক ওপেনার হার্শিথা সামারাবিক্রমকে ৩১ বলে ১৮ রান করার পর সাজঘরে ফেরান সানজিদা আখতার মেঘলা।
তারকা অলরাউন্ডার ও অভিজ্ঞ লেগস্পিনার রুমানা আহমেদ পরপর দুই উইকেট নেন। এ দুই শিকারের সুবাদে চলতি এশিয়া কাপে তার উইকেট সংখ্যা দাঁড়ালো ১০টিতে।
শ্রীলঙ্কার অন্য উইকেটটি নেন আরেক লেগস্পিনার ফাহিমা খাতুন। লঙ্কানদের মধ্যে মিডলঅর্ডার ব্যাটার নিলক্ষ্মী ডি সিলভা ৩১ বলে সর্বোচ্চ ২৮ রান করে অপরাজিত ছিলেন।