খেয়ে বিল দিতো না, কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার ৬ হাজার সমর্থক নিষিদ্ধ

ক্রীড়া ডেস্ক

নভেম্বর ৯, ২০২২, ০৬:৩১ এএম

খেয়ে বিল দিতো না, কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার ৬ হাজার সমর্থক নিষিদ্ধ

আসছে ২০ নভেম্বর মধ্যপ্রাচ্যের দেশ কাতারে পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের। স্টেডিয়ামে বসে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের আসরে প্রিয় ফুটবলারদের খেলা দেখার জন্য অনেকে ইতিমধ্যেই পাড়ি জমাচ্ছেন দেশটিতে। তবে পোড়া কপাল আর্জেন্টিনার ৬ হাজার সমর্থকের। কাতার যাওয়ার সৌভাগ্য তাদের হলো না। কাতার বিশ্বকাপে নিষিদ্ধ করা হয়েছে তাদের। কেন এমন হলো?  

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়,সহিংস, অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এমনকি নিজের খাবার জোটাতে না পারা ৬ হাজার আর্জেন্টাইন সমর্থকের একটি তালিকা প্রস্তুত করেছে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স কর্তৃপক্ষ। এই ৬ হাজার সমর্থককে কাতার বিশ্বকাপে গিয়ে খেলা দেখার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আর্জেন্টিনা কর্তৃপক্ষ।

 

প্রতিবেদনে আরও বলা হয়, এই সমর্থকদের অতীত অভিজ্ঞতা মোটেও সুখের নয়।  তারা আগে স্টেডিয়ামে গিয়ে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এছাড়া, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত কিংবা রেস্টুরেন্টে খাবার খেয়ে বিল না দিয়ে চলে আসারও ঘটনা ঘটিয়েছে। বুয়েন্স আয়ার্স সিটি কর্তৃপক্ষ সোমবার এসব তথ্য জানিয়েছে।

আর্জেন্টিনার বিচার ও নিরাপত্তা মন্ত্রণালয়ের সিনিয়র এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়,‘বারাস (সহিংস সমর্থক) সমর্থকগোষ্ঠীর সঙ্গে জড়িত ব্যক্তিরা এ তালিকায় আছেন। এসব সমর্থকেরা যারা হিংস্র কাজে যোগ দেন এবং ত্রাপিতোজ (অবৈধ ব্যবসা) সঙ্গে জড়িত। আর যেসব সন্তান নিজের খরচ মেটাতে পারেন না, তাঁরাও আছেন এই তালিকায়।’

প্রসঙ্গত, আসছে ২০ নভেম্বরে বিশ্বকাপের পর্দা উঠছে। আর ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে শুরু হবে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন। ‘সি’ গ্রুপে আর্জেন্টিনার সাথে রয়েছে  সৌদি আরব, মেক্সিকো ও পোল্যাল্ড।

Link copied!