১-০ গোলে হারার জন্য ইকুয়েডরকে ৭.৪ মিলিয়ন ডলার ঘুষ দিয়েছে কাতার!

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২০, ২০২২, ০৬:২০ পিএম

১-০ গোলে হারার জন্য ইকুয়েডরকে ৭.৪ মিলিয়ন ডলার ঘুষ দিয়েছে কাতার!

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে শুরু হচ্ছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ ফুটবল বিশ্বকাপ। রবিবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক কাতার এবং ইকুয়েডের। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। উদ্বোধনী দিনে একটাই ম্যাচ।

হিন্দুস্তান টাইমসসহ বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়,শুরুর আগেই কাতার বিশ্বকাপকে ঘিরে উঠছে একের পর এক অভিযোগ। মানবাধিকার লঙ্ঘন থেকে শুরু করে টাকার বিনিময়ে ভুয়া সমর্থক অভিযোগের তালিকা একেবারেই কম নয়। এবার ওই তালিকায় যুক্ত হলো আরো এক চাঞ্চল্যকর অভিযোগ। কাতারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ইকুয়েডরের ফুটবলারদের বিপুল অঙ্কের টাকা ঘুষ দেয়া হয়েছে। যাতে করে ম্যাচ ছেড়ে দেন তারা! আর কাতার ম্যাচটিতে জয়ী হবে ১-০ গোলে!

এই ঘটনাটি সামনে নেমেছেন সৌদি আরবের ব্রিটিশ সেন্টারের স্ট্র্যাটেজিক রাজনৈতিক বিষয় এবং রিজিওনাল ডাইরেক্টর বিষয়ক বিশেষজ্ঞ আমজাদ তাহা। তার দাবি, দ্বিতীয়ার্ধে ম্যাচের একমাত্র গোলটি হবে। অর্থাৎ ম্যাচে ১-০ গোলে জিতবে কাতার।

তাহা জানিয়েছেন, কাতার এবং ইকুয়েডরের শিবিরের কিছু সূত্রের মাধ্যমে তিনি এই ঘটনাটি জানতে পেরেছেন। এরপর গোটা বিশ্বকে তিনি এই ফিফার দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানান। তিনি বলেন এই ঘটনা তিনি সামনে আনাতে হয়ত লজ্জার খাতিরে ম্যাচের ফলাফল বদলাতে পারে।

এই অভিযোগ ওঠার পরে কাতার ফুটবল ফেডারেশন অথবা ফিফার তরফে কোনো বক্তব্য রাখা হয়নি। সম্প্রতি খেলা চলাকালীন স্টেডিয়ামে বিয়ার বিক্রি বন্ধ করা হয়েছে। যাতে কম বিতর্ক হচ্ছে না।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কাতার মুখোমুখি হবে ইকুয়েডরের। এল আগে তারা ইকুয়েডরের বিরুদ্ধে তিনবার খেলেছে। দুটি দল একবার করে জিতেছে। শেষবার ২০১৮-র অক্টোবর মাসে খেলেছিল তাঁরা। সেই ম্যাচে ৪-৩ গোলে কাতার হারিয়েছিল ইকুয়েডরকে।

Link copied!