বাংলাদেশ হারলেও ভারতের মনোবল ধসিয়ে দিয়েছে তাঁরা

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৩, ২০২২, ০৭:৫১ পিএম

বাংলাদেশ হারলেও ভারতের মনোবল ধসিয়ে দিয়েছে তাঁরা

বাংলাদেশ হারলেও ভারতের মনোবল তাঁরা ধসিয়ে দিয়েছে। ওভালে বৃষ্টিবিঘ্ন খেলায় এক রকম ‘জোর’ করেই খেলানো হয় জয়ের দিকে ঝুকে থাকা বাংলাদেশকে। তারপরও খেলতে নেমেছিল বাংলাদেশ। মাঠের দর্শকরা তো বটেই, টিভি দর্শকেরাও দেখেছেন ভেজা মাঠে খেলতে গিয়ে নিদারুণ ভোগান্তিতে পড়েছে ব্যাট করতে নামা বাংলাদেশ। অথচ এর আগে এরকম ম্যাচে খেলেনি জিম্বাবুয়েও।

ভারত কারিকুরি জেতায় তাদের ভেতরের দুর্বলতাও বেরিয়ে এসেছে। চ্যাম্পিয়ন হওয়ার জন্য মুখিয়ে থাকা এরকম একটি দলের কঙ্কাল বের করে এনেছে বাংলাদেশ। বৃষ্টির আগে একেবারে পিটিয়ে যাচ্ছে তাই দশা করে ছেড়েছে টাইগাররা। এ কারণেই ভারতের বোলারদের প্রতি জেগে ওঠার আহ্বান জানিয়েছেন সুরেশ রায়না।

অ্যাডিলেড ওভালে কাল ভারত বাংলাদেশকে হারিয়েছে ঠিকই, তবে বৃষ্টি নামার আগে যে বেধড়ক মারটা তারা খেয়েছে, বিশেষ করে অর্শদীপ সিং, মোহাম্মদ শামি ও ভুবনেশ্বর কুমারদের বলগুলোকে মেরে চারছয়ের ফুলঝুড়ি ছুটিয়েছে টাইগাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বাকি পথটুকুর জন্য এটাকে তাই ‘ওয়ার্নিং বেল’ বা সতর্ক ঘন্টা হিসেবেই মনে করছেন রায়না।

ভারতের ৬ উইকেটে ১৮৪ রান তাড়া করতে নেমে ৭ ওভারে বিনা উইকেটে ৬৬ রান তুলে ফেলেছিল বাংলাদেশ। লিটন দাস একাই ২৬ বলে ৫৯ রান তুলে ফেলেন। বাংলাদেশের এই ওপেনারের সামনে অসহায় লেগেছে ভারতের পেসারদের। স্ট্রোক খেলেছেন উইকেটের চারপাশে।

পুল, ড্রাইভ ও কাটে শামি-ভুবিদের নাভিশ্বাস তুলে ফেলেছিলেন লিটন। কিন্তু বৃষ্টি নামায় ৭ ওভার পরই খেলা বন্ধ হয়। এরপর বৃষ্টি থামলে ডার্কওয়ার্থ লুইস বা ডি/এল নিয়মে বাংলাদেশের নতুন লক্ষ্য নির্ধারিত হয়, ১৬ ওভারে ১৫১ রান করতে হবে। পিছল মাঠে অষ্টম ওভারে লিটন আউট হওয়ার পর দ্রুত আরও কিছু উইকেট হারিয়ে ধীরে ধীরে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত ডি/এল নিয়মে হারতে হয় ৫ রানের ব্যবধানে।

ভারতের হয়ে ২২৬ ওয়ানডে, ৭৮ টি-টোয়েন্টি ও ১৭ টেস্ট খেলা রায়না সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন গত সেপ্টেম্বরে। খেলা ছাড়ার পর বিভিন্ন সংবাদমাধ্যমে বিশেষজ্ঞ মতামত দেন বাঁহাতি এই সাবেক ব্যাটসম্যান।

কাল ম্যাচের পর ভারতের সংবাদমাধ্যম ‘আজতক’-এ বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রশংসা করতে বাধ্য হয়েছেন রায়না, ‘বাংলাদেশ যেভাবে লড়াই করেছে, বৃষ্টি হানা না দিলে ম্যাচটা তাঁদের নাগালেই ছিল। প্রথম ৭ ওভারে ভারতের বোলিং (উইকেটের) চারপাশেই মার খেয়েছে, যেটা আমাদের জন্য একটা শিক্ষা বলেই মনে করি। আমরা হয়তো জিতেছি, তবে রোহিত শর্মাও কিন্তু ম্যাচ শেষে স্বীকার করেছেন, বাংলাদেশ আমাদের চেয়ে ভালো খেলেছে। ভারত আরও ভালো খেলতে চাইলে এটা কিন্তু আমাদের জন্য সতর্কবার্তা। সেমিফাইনাল কিংবা ফাইনালে পারফর্ম করতে হবে, যেখানে প্রতিপক্ষ দলগুলো আরও নিখুঁত হবে।’

Link copied!