আবারও ছাঁটাইয়ের পথে হাঁটছে টুইটার

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২২, ২০২৩, ০২:৪৬ পিএম

আবারও ছাঁটাইয়ের পথে হাঁটছে টুইটার

ইলন মাস্ক অধিগ্রহণের পর থেকেই আর্থিক সংকটে ভুগছে মাইক্রো ব্লগিং সাইট টুইটার। গত এক বছরে টুইটারের আয় কমেছে প্রায় ৪০ শতাংশ। প্ল্যাটফর্মটি থেকে অনেক বিজ্ঞাপনদাতা মুখ ফিরিয়ে নেওয়ার কারণেই মূলত আয় কমেছে টুইটারের। এ কারণে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটে প্রতিষ্ঠানটি। 

দায়িত্ব নেয়ার পর থেকেই প্রতিষ্ঠানের ব্যয় কমাতে কর্মী ছাঁটাইসহ নানা পদক্ষেপ নিয়েছিলেন ইলন মাস্ক। আয় বাড়াতে অর্থের বিনিময়ে ব্লু টিক দেয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন। তাতেও কাজ হয়নি। আবারও কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে হচ্ছে টুইটারকে। 

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজচায়নার প্রতিবেদন অনুযায়ী, নতুন এ ছাঁটাইয়ের প্রভাব পড়বে বিক্রয় বিভাগের ওপর। তবে ঠিক কী পরিমাণ কর্মী ছাঁটাই করা হবে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। বিক্রয় ও মার্কেটিং বিভাগ মিলিয়ে গত মাস পর্যন্ত টুইটারে মোট ৮০০ কর্মী ছিল। 

সম্প্রতি, দিল্লি ও মুম্বাইয়ের টুইটার অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। টুইটার অধিগ্রহণের পরপরই কর্মী সংখ্যা কমিয়ে দুই হাজারের নিচে নামিয়ে আনার কথা বলেছিলেন মাস্ক। ধারণা করা হচ্ছে, তাঁর পরিকল্পনার অংশ হিসেবেই আবারও ছাঁটাইয়ের পথে হাঁটছে এই মাইক্রো ব্লগিং সাইট। 

এর আগে, প্রথমবারের মতো গাঁজা কারবারিদের বিজ্ঞাপনের অনুমতি দেয় টুইটার। তবে শুধু যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে গাঁজা বৈধ, শুধু সেসব রাজ্যের জন্যই দেওয়া যাবে বিজ্ঞাপন। টুইটার এরই মধ্যে ২১টি অঙ্গরাজ্যে গাঁজা বিক্রির বিজ্ঞাপন দেওয়ার অনুমতি দিয়েছে। ফলে আপাতত যুক্তরাষ্ট্রের গাঁজা কারবারিদের জন্যই এই সুবিধা থাকছে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, টুইটার জানায়, বিজ্ঞাপন দেওয়ার জন্য গাঁজা কোম্পানিগুলোর সরকারের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার দেওয়া লাইসেন্স থাকতে হবে। ফলে অনুমোদন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে কোম্পানিগুলোকে। তা ছাড়া, যেসব এলাকায় গাঁজা বৈধ, শুধু সে এলাকাগুলোতেই বিজ্ঞাপন দেখা যাবে। এ ছাড়া টুইটার নিয়ম করেছে, ২১ বছরের কম বয়সীদের লক্ষ্য করে বিজ্ঞাপন দেওয়া যাবে না।

Link copied!