ইউরোপে ইন্টারনেট বিভ্রাট, মস্কোর বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ৫, ২০২২, ০৬:১৭ পিএম

ইউরোপে ইন্টারনেট বিভ্রাট, মস্কোর বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ

ইউরোপের যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনসহ জার্মানি, ফ্রান্স, হাঙ্গেরি, ইতালি, পোল্যান্ডের বিস্তীর্ণ অঞ্চলে ইন্টারনেট পরিষেবা ব্যাহত হয়েছে।রাশিয়ার সাইবার হামলায় এমনটা হয়েছে বলে অভিযোগ করেছে আমেরিকান স্যাটেলাইট অপারেটর।

ইউটেলস্যাট নামে ওই স্যাটেলাইট সংস্থাকে উদ্ধৃতকরে সিএনএন, স্বাইনিউজসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, হঠাৎ করেই ইউক্রেনসহ বিভিন্ন দেশে ইনেটপরিষেবা স্তব্ধ হয়ে গিয়েছে।

ভায়াস্যাট নামে আর এক সংস্থা  জানিয়েছে পুলিশ এবং প্রযুক্তি বিষয়ক বিশেষজ্ঞরা বিষয়টি দেখছেন।  অন্যদিকে ফ্রান্সের স্পেস কমান্ডের প্রধান মাইকেল ফ্রিডলিং দাবি করে বলেন, “ইউরোপের বেশ কয়েকটি দেশে ইন্টারনেট পরিষেবা বন্ধের পেছনে রয়েছে রুশ সাইবার হামলা। ইউক্রেন ছাড়াও ইউরোপের অনেক অংশ সাইবার হামলার ফলে নেট যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

তিনি বলেন, “জার্মানি এবং মধ্য ইউরোপেরও একই অবস্থা।জার্মান তথ্যদফতরকে উদ্ধৃত করে রয়টার্সজানায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে সারা ইউরোপ কোনও না কোনওভাবে প্রভাবিত।তার মধ্যে একটি হলএই সাইবার হামলা“ তবে সাইবার হামলার বিষয় এখন পর্যন্ত ক্রেমলিন থেকে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত,  দেশের মধ্যে যুদ্ধবিরোধী এবং ইউক্রেনের সমর্থনে সামাজিক মাধ্যমে পোস্ট রুখতে  ফেসবুক, টুইটারে নিষেধাজ্ঞা এনেছে রাশিয়া। পাশাপাশি, রুশ সেনাকে নিয়ে ভুয়ো খবর রটালে সর্বোচ্চ সাজা হিসেবে ১৫ বছরের কারাদণ্ডের নতুন আইন এনেছে পুতিন সরকার।

Link copied!