ক্লাউড ডিভিশনের সাইবার নিরাপত্তা বাড়ানোর জন্য ইসরায়েলি প্রযুক্তিপ্রতিষ্ঠান ‘সিয়েমপ্লিফাই’ কিনছে গুগল। তবে এই চুক্তির ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। গতকাল মঙ্গলবার গুগল এ ঘোষণা দেয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রযুক্তিপ্রতিষ্ঠান কেনার জন্য এরই মধ্যে তাদের ৫০ কোটি ডলার দিয়েছে অ্যালফাবেট করপোরেশন। ধারণা করা হচ্ছে, এতে গুগলের ক্লাউড সেবা গ্রহণের জন্য গ্রাহকদের আরও আকৃষ্ট করা যাবে।
গুগল বলছে, সিয়েমপ্লিফাই প্ল্যাটফর্মটি তার ক্লাউড সেবায় যুক্ত হবে। এটি গুগল ক্লাউডের নিরাপত্তার ক্ষেত্রে তার সক্ষমতাগুলো কাজে লাগাবে।
২০২০ সালে করোনার প্রাদুর্ভাব বেড়ে গেলে বড় বড় প্রতিষ্ঠান তাদের কর্মীদের বাসায় বসে কাজের নির্দেশ দেয়। এতে গুগলের ক্লাউড সেবার ব্যবহার বহুগুণ বেড়ে যায়। এতে প্রতিষ্ঠানটির এই সেবা থেকে লাভ বেড়ে প্রায় ৫০০ কোটি ডলারে গিয়ে দাঁড়ায়। কিন্তু সেবাগ্রহীতারা তাদের তথ্যের সুরক্ষা ও নিরাপত্তার ওপর গুরুত্ব দিচ্ছিল অনেক দিন ধরে। এ জন্য গুগলও তার ক্লাউড সেবার নিরাপত্তা জোরদারে মনোযোগ দেয়।