সম্প্রতি গুগলের পক্ষ থেকে প্রকাশিত একটি ব্লগে জানানো হয়েছে, এবার থেকে গ্রাহক কোনও তথ্য ভুয়ো দিলেই গুগল নিজেই ব্যবহারকারীকে সতর্ক করবে। শনিবার (২৬ জুন) নিজেদের এই নতুন পদক্ষেপের কথা জানিয়েছে মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।
বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে কোনো ঘটনাই আর চাপা থাকে না। আর সেই সম্পর্কিত যে কোনো তথ্যই পাওয়া যায় গুগলে। কিন্তু ব্রেকিং নিউজ বা গুরুত্বপূর্ণ ঘটনার ক্ষেত্রে প্রথম দিকে সমস্ত তথ্য নাও পাওয়া যেতে পারে। ওই ক্ষেত্রে অনেক সময়ই ভুয়া খবর ছড়িয়ে পড়ার আশঙ্কাও থাকে।
এক ব্লগপোস্টে গুগলের পাবলিক রিলেশনস অফিসার ড্যানি সালিভান বলেন, গুগল সার্চে ইউজাররা কোনও কিছু খুঁজলে, আমরা সব সময় তাদের প্রয়োজনীয় তথ্যই প্রদান করে থাকি। তবে হঠাৎ করে কোনও ঘটনা শিরোনামে উঠে এলে বা যেকোনও ব্রেকিং নিউজের ক্ষেত্রে প্রথম যে তথ্যটি সামনে আসে তা সঠিক নাও হতে পারে। কারণ সেক্ষেত্রে খবরের সূত্রটি ভুয়া হতেই পারে। তাই এই ধরনের ঘটনার ক্ষেত্রে আমরা নিজেদের সিস্টেমকে আরও উন্নত করেছি। এখন থেকে এই ধরনের ঘটনা নিয়ে কোনও ইউজার সার্চ করলে, তিনি একটি নোটিস দেখতে পারবেন। সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হবে, ওই খবরটির তথ্য ভবিষ্যতে বদলে যেতে পারে। তাই ইউজাররা যেন পরে আরও একবার খবরটি সার্চ করে দেখে নেন।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করে যখন অনেকে ভুল তথ্য ছড়াচ্ছে, তখন গবেষকরা দীর্ঘদিন ধরে বলে আসছিলেন, গুগলই অসত্য তথ্য উপস্থাপনের বিরুদ্ধে শক্তিশালী ভূমিকা রাখতে পারে। এর প্রেক্ষিতেই প্ল্যাটফর্মটি এই উদ্যোগ নিয়েছে।
প্রসঙ্গত, বিভিন্ন ব্রেকিং নিউজের ক্ষেত্রে গুগল ভুল তথ্য দেয়ার অভিযোগ ওঠায়, সংস্থাটি এমন পদক্ষেপ গ্রহণ করেছে।
সূত্র: দ্য গার্ডিয়ান।