টেলিগ্রামে এলো দারুণ কিছু ফিচার!

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৮, ২০২২, ০১:৩৭ পিএম

টেলিগ্রামে এলো দারুণ কিছু ফিচার!

সামাজিক যোগাযোগ মাধ্যম মানেই নতুন নতুন সুযোগ সুবিধা আসবে কিছুদিন পরপরই। গ্রাহকদের জন্য নানারকম সুবিধার ভান্ডার হাজির করে সোশ্যাল মিডিয়াগুলো। সেই রকমই কিছু দারুণ ফিচার নিয়ে এসেছে টেলিগ্রাম। নতুন ফিচারগুলো অ্যান্ড্রয়েড ও আইওএস দুই প্ল্যাটফর্মের ব্যবহারকারীরাই পাবেন।

লার্জ গ্রুপ, কালেকটিভ ইউজারনেম ব্যবহারের সুবিধা পাবে এবার টেলিগ্রাম ব্যবহারকারীরা। এছাড়াও থাকছে ‘ভয়েজ টু টেক্সট ফর ভিডিও মেসেজ’ এর সুবিধাও।

টেলিগ্রাম বলছে, শুধুমাত্র প্রিমিয়াম ব্যবহারকারীরা ভয়েজ টু টেক্সট ফর ভিডিও অপশনটি পাবেন। সাধারণত এই ফিচারের মাধ্যমে যেকোনো ভিডিও মেসেজকে টেক্সট মেসেজে কনভার্ট করা যাবে।

এছাড়াও এই ফিচারে নতুন করে ১২টি ইমোজি যুক্ত করা হয়েছে। এসব ইমোজি ভিডিও চ্যাট করার সময় ব্যবহার করা যাবে।

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, টেলিগ্রামের সবচেয়ে বড় আপডেট হলো গ্রুপ চ্যাটের অপশন। এটি দিয়ে হোয়াটসঅ্যাপকে এক ধরনের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে টেলিগ্রাম। টেলিগ্রামের এই টপিকস গ্রুপের মাধ্যমে একই সঙ্গে প্রায় ২০০ সদস্যকে যুক্ত করা যাবে। 

এছাড়াও টেলিগ্রামে নাইট মুড চালু হয়েছে। যদিও এই সুবিধাটি শুধুমাত্র আইওএস ব্যবহারকারীরা পাবেন।

Link copied!