দেশে মোবাইল উৎপাদন শুরু করেছে নোকিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৩, ২০২১, ০৪:৪০ এএম

দেশে মোবাইল উৎপাদন শুরু করেছে নোকিয়া

মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠা নোকিয়া উৎপাদন শুরু করেছে বাংলাদেশে। পরীক্ষামূলকভাবে প্রথম লটের উৎপাদন শেষে দ্বিতীয় লটের উৎপাদন শুরুর প্রক্রিয়া চলামান। নোকিয়ার পাশাপাশি আরেক মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমিও দেশে মোবাইল ফোনের কারখানা চালু করবে বলে জানিয়েছে।

নোকিয়া কর্মকর্তারা জানিয়েছেন, তারা সেপ্টেম্বর মাসের মাঝামাঝি প্রথমবার নিজস্ব কারখানায় মোবাইল ফোন তৈরি (সংযোজন) করা শুরু করে। সেসময় নোকিয়ার ৩.৪ মডেলের স্মার্টফোন তৈরি করা হয়। নোকিয়া আরো জানাচ্ছে, তাদের কারখানায় প্রতিদিন ৩০০-৫০০ ইউনিট মোবাইল তৈরি হয়। বাজারে ছাড়ার পরে ভালো সাড়া পড়েছে বলে জানিয়েছে নকিয়া কর্তৃপক্ষ। নভেম্বর মাসে নোকিয়া জি-১০ মডেলের স্মার্টফোন তৈরির মাধ্যমে দ্বিতীয় লটের উৎপাদন শুরু করতে পারে।  

যুক্তরাজ্যভিত্তিক ভাইব্র্যান্ট সফটওয়্যার ও বাংলাদেশের ইউনিয়ন গ্রুপের জয়েন্ট ভেঞ্চার ভাইব্র্যান্ট সফটওয়্যার (বিডি) লিমিটেড নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি থেকে চলতি বছরের মার্চ মাসে নকিয়া ফোন উৎপাদনের জন্য ৩ বছরের জন্য লাইসেন্স নেয়। গাজীপুরের কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক সিটির ৫ নম্বর ব্লকে পাঁচ একর জমি বরাদ্দ নিয়ে কারখানা গড়ে তুলেছে ভাইব্র্যান্ট।

Link copied!