সার্ভারজনিত সমস্যায় বিশ্বব্যাপী ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটস অ্যাপের মতো জনপ্রিয় সামাজিক মাধ্যমগুলো বন্ধ ছিল ৬ ঘন্টারও বেশি সময়। এতে অন্তত ৭০০ কোটি মার্কিন ডলার ক্ষতি হয়েছে মার্ক জাকারবার্গের। ফলে বিশ্বের সেরা ধনীদের তালিকা থেকে তার অবস্থান নেমে গেছে নিচে।
সোমবার (৪ অক্টোবর) রাত পৌনে ১০টার পর থেকে দেখা দেয় এ সমস্যা। এরপর মঙ্গলবার (৫ অক্টোবর) ভোররাত পৌনে ৪টার দিকে সচল হয় ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ। আর এই বিপর্যয় ধাক্কা দিয়েছে ফেসবুকের শেয়ার বাজারেও। এক ধাক্কায় শেয়ারের মূল্য কমে গিয়েছে ৪.৯ শতাংশ।
মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, এই হ্রাসের ফলে বর্তমানে জাকারবার্গের মোট সম্পদের পরিমান কমে দাঁড়িয়েছে ১২১.৬ বিলিয়ন মার্কিন ডলারে। বিলিয়নিয়ার ক্লাবে বিল গেটসের নিচে ৫ নম্বরে অবস্থান করছেন তিনি। সূচক অনুযায়ী, কয়েক সপ্তাহের মধ্যে সম্পদের পরিমান ১৪০ বিলিয়ন ডলার থেকে কমে বর্তমানে ১২১ বিলিয়নে ঠেকেছে।