কিয়েভে পানির গুরুত্বপূর্ণ পাইপলাইন ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ৩, ২০২২, ০৪:৫৫ পিএম

কিয়েভে পানির গুরুত্বপূর্ণ পাইপলাইন ধ্বংস

ইউক্রেনের রাজধানী কিয়েভের কেন্দ্রীয় রেল স্টেশনের কাছে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় গরম পানির সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পাইপলাইন ধ্বংস হয়ে গেছে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বুধবার সন্ধ্যায় কিয়েভে হঠাৎ সাইরেন বেজে উঠে। এর খানিক পরেই বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা আন্তন গেরাশচেনকো গণমাধ্যমকে বলেছেন, কিয়েভের কেন্দ্রীয় রেল স্টেশনের কাছে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় গরম পানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পাইপলাইন ধ্বংস হয়ে গেছে।

হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Link copied!