অব্যাহত আন্তর্জাতিক অবরোধে থাকা রাশিয়া চীনের কাছে সামরিক সহায়তা চেয়েছে। অবরোধের ক্ষতি পুষিয়ে নিতে বেইজিং এর কাছে মস্কো অর্থনৈতিক সহায়তাও চেয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। তবে এ ব্যাপারে ওয়াশিংটনে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত বলেছেন, “তিনি এ ব্যাপারে কিছু জানেন না।” হোয়াইট হাউজ বলেছে, রাশিয়াকে কোন ধরণের সহায়তা করা হলে চীনকে চরম মূল্য দিতে হবে। সোমবার রোমে হতে চলা চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক সামনে রেখে যুক্তরাষ্ট্র এ হুশিয়ারি দিলো। ওদিকে ইউক্রেনের বিদ্যুৎ সমস্যা দেখা দেওয়ায় ৫০০টি জেনারেটর দিতে যাচ্ছে যুক্তরাজ্য। জেনারেটরগুলো বিভিন্ন হাসপাতাল ছাড়াও প্রায় ২০ হাজার পরিবারে বিদ্যুৎ পৌছে দেবে বলে জানিয়েছে ব্রিটেন।
ইউক্রেনে নো-ফ্লাই জোন করতে ন্যাটোর নেতাদের প্রতি আবারও আহবান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, এখনই পদক্ষেপ নেওয়া না হলে, ন্যাটোভুক্ত দেশগুলোতে খুব শিগগিরিই রুশবাহিনীর বোমা পড়বে।