তেলের জন্য এবার সৌদি আরবের দ্বারস্থ হচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ৮, ২০২২, ০৩:২৩ এএম

তেলের জন্য এবার সৌদি আরবের দ্বারস্থ হচ্ছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর বিশ্বজুড়ে দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। এমন পরিস্থিতিতে তেলের জন্য ভেনেজুয়েলার সঙ্গে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। একই বিষয়ে সৌদি আরবের দ্বারস্থ হতে যাচ্ছে দেশটি। একাধিক গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের খবরে বলা হয়, সৌদি আরবকে তেলের উত্পাদন বাড়ানোর অনুরোধ করবে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে দেশটিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সফরের বিষয়ে বিবেচনা করা হচ্ছে। চলতি বসন্তেই এ সফরের আয়োজন করা হতে পারে।

তবে বাইডেনের সফরের বিষয়টি নিয়ে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিবিসিকে বলেন, এখন পর্যন্ত এমন কোনো সফরের ঘোষণা দেওয়া হচ্ছে না। যা শোনা যাচ্ছে, তার বেশির ভাগই আগাম জল্পনা।

আরও পড়ুন:

রুশ সেনাদের গুলিতে ইউক্রেনিয় অভিনেতা-মেয়র নিহত

Link copied!