পুতিনকে জেলেনস্কির সঙ্গে কথা বলতে বললেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ৮, ২০২২, ০৬:৪৭ এএম

পুতিনকে জেলেনস্কির সঙ্গে কথা বলতে বললেন মোদি

ইউক্রেনের সুমিসহ বিভিন্ন শহরে আটক ভারতীয়দের নিরাপদে দেশে ফেরত আনা নিয়ে সে দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জেলেনস্কির সঙ্গে কথা বলার কিছু সময় পর আজ সোমবার এই উদ্দেশ্যে তিনি কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও।

দুই ফোনালাপের খবর জানিয়ে সরকারি সূত্রে বলা হয়, দুই প্রেসিডেন্টই এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রীকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। সরকারি সূত্র এ কথাও বলে, যুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি প্রধানমন্ত্রী দুই প্রেসিডেন্টকে বলেন, ভারত সব সময় শান্তিপূর্ণ আলাপ–আলোচনার মধ্য দিয়ে বিবাদের মীমাংসার পক্ষপাতী।

সরকারি সূত্র অনুযায়ী পুতিনকে মোদি বলেন, দুই দেশের কর্তাদের মধ্যে কথাবার্তা যেমন চলছে চলুক, কিন্তু পুতিনের উচিত প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে সরাসরি কথা বলা। তাতে বিবাদের নিরসন দ্রুত ঘটবে ও শান্তি স্থাপিত হবে। সরকারি সূত্র জানিয়েছে, ভারতীয়দের নিরাপদে ফিরিয়ে নেওয়ার বিষয়ে পুতিন ও জেলেনস্কি সব ধরনের সহায়তার কথা বলেছেন।

Link copied!