ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় মাইকোলেইভ শহরের একটি সেনা ব্যারাকে রুশ বাহিনীর হামলায় ৪৫ জন নিহত হয়েছে। কমপক্ষে দুটি ক্ষেপনাস্ত্র আঘাত হেনেছে ওই ব্যারাকে। উদ্ধার কাজ চলমান রয়েছে। ব্ল্যাক সি এলাকায় রুশ সেনাদের ঠেকিয়ে রাখছিলো যে ইউক্রেনের স্থানীয় সেনারা তাদেরকে প্রশিক্ষণ দিতে মূলত ওই ব্যারাকটি ব্যবহার করা হতো। এর আগে মাইকোলিভ শহরের দখল নিতে গিয়ে ইউক্রেনের সেনাদের প্রচন্ড বাধার মুখে পড়ে পিছু হঠে রুশ সৈন্যরা। জাতিসংঘ জানিয়েছে, ১৭ সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ইউক্রেনে ৮১৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও প্রায় দেড় হাজারের মত। অধিকাংশ হতাহতের ঘটনাগুলো রুশ কামানের গোলা এবং রকেট হামলা থেকে হচ্ছে।
জাতিসংঘের দেওয়া সর্বশেষ তথ্যমতে, রুশ হামলার পর ইউক্রেনের প্রায় ৬৫ লাখ নাগরিক অভ্যন্তরীনভাবে বিচ্ছিন্ন জীবনযাপন করছেন। এখন পর্যন্ত হামলার কারণে ইউক্রেন থেকে পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছেন ৩২ লাখ বেসামরিক নাগরিক।