রাশিয়ার পাঁচ যুদ্ধবিমান ও ১ হেলিকপ্টার ভূপাতিত: কিয়েভ

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৪, ২০২২, ০৪:৪১ পিএম

রাশিয়ার পাঁচ যুদ্ধবিমান ও ১ হেলিকপ্টার ভূপাতিত: কিয়েভ

বিমান হামলা চালানোর পর রাশিয়ার ৫টি যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন।

কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়, রুশ সেনাবাহিনী বৃহস্পতিবার ভোরে ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা শুরু করার পর ইউক্রেনের সেনাবাহিনী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ওইসব যুদ্ধবিমান ও হেলিকপ্টার ভূপাতিত করে। তবে মস্কোর পক্ষ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়তে পারেন: ইউক্রেনে মিসাইল হামলা, ৫০ রুশ সেনা নিহতের দাবি কিয়েভের

ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে। বৃহস্পতিবার রাশিয়া হামলা শুরুর পর এগুলো ভূপাতিত করা হয়।

ইউক্রেনের সামরিক বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, লুহানস্ক অঞ্চলে হামলার সময় রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে। 

আরও পড়তে পারেন: ইউক্রেন সংকট নিয়ে যত প্রশ্ন

এ ব্যাপারে অবশ্য রুশ কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া নিরপেক্ষ কোনো সূত্র থেকে ইউক্রেনের সামরিক বাহিনীর এই দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি।

তবে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে ফেলার দাবি করেছে রুশ সামরিক বাহিনী। ইতোমধ্যে উত্তর ও দক্ষিণ অঞ্চল দিয়ে ইউক্রেনের অভ্যন্তরে প্রবেশ করছে তারা।

প্রসঙ্গত, স্থানীয় সময় বুধবার রাতে ইউক্রেনের পূর্বাঞ্চলে সেনা অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টা ৫৫ মিনিটের দিকে হামলা শুরু করে রুশ সেনারা।

আরও পড়তে পারেন: ইউক্রেনে গত ৮ বছরের অমানুবিক আচরণের জবাব এ হামলা- পুতিন

ইউক্রেন বলছে, তিন দিকের সীমান্ত দিয়ে তাদের দেশে হামলা চালানো হয়েছে। রাশিয়া, বেলারুশ এবং ক্রিমিয়া সীমান্ত দিয়ে ইউক্রেনে হামলা চালানো হয়। ইউক্রেন সীমান্তে রাশিয়ান ফেডারেশন এবং বেলারুশপন্থি রুশ সৈন্যরা হামলা চালায়।

ইউক্রেনের পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলীয় লুহানস্ক, সামি, খারকিভ, ছেরনিহিভ এবং ঝিতোমির অঞ্চলে হামলা চলছে।কামান, ভারী সরঞ্জাম এবং ছোট অস্ত্র ব্যবহার করে সীমান্ত ইউনিট, সীমান্ত টহল এবং চেকপয়েন্টগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

 

Link copied!