সন্তানদের যুদ্ধের ব্যাপারে কিছু বলতে হয় না জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২৩, ২০২২, ০৪:৪১ এএম

সন্তানদের যুদ্ধের ব্যাপারে কিছু বলতে হয় না জেলেনস্কির

বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের নেতৃত্ব দিচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধ নিয়ে জেলেনস্কির সন্তানরা কী ভাবছেন, তারা কতটুকু খবর রাখছেন-এসব বিষয়ে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনএর এক সাক্ষাৎকারে বিস্তারিত বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।  

 

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমার সন্তানরা নিশ্চিতভাবে জানে কী ঘটছে। যদিও তাদের এই জানা ভালো না খারাপ, সেটা আমি বুঝি না। আমি তাদের যুদ্ধ নিয়ে কিছু বলিনি। তারা আমাকে বলেছে, ইউক্রেনে প্রচণ্ড যুদ্ধ চলছে। জেলেনস্কি বলেন, সৌভাগ্যবশত আমাদের সন্তানদের কিছু বোঝাতে হবে না। কারণ, ভিডিও ও খবরে তাদের প্রবেশাধিকার রয়েছে। আমার ছেলেকে এ বিষয়ে সচেতন হতে হবে। কারণ, আমার ছেলের ‘জীবিত’ থাকার অর্থ—ইউক্রেনের কিছু সেনা সদস্য তার জন্য নিজেদের জীবন উৎসর্গ করছে। সন্তানদের সম্পর্কে জেলেনস্কি আরও বলেন, প্রথম দুই দিন আমরা যুদ্ধ সম্পর্কে মোটেও কথা বলিনি। তারা জানতে চায়নি, নিজেরাই চিন্তা করেছে।

প্রসঙ্গত, ওলেনা জেলেনস্কা ও  ভলোদিমির জেলেনস্কি দম্পতির দুই ছেলেমেয়ে।  

Link copied!